টেলিপর্দায় সৃজনের 'বড় বউদি' ‘মৌমিতা’ হিসাবেই পরিচিত অভিনেত্রী মানসী সেনগুপ্ত। সৌজন্যে ‘নিম ফুলের মধু’। সম্প্রতি কাজ থেকে বিরতি নিয়ে নেপালে বেড়াতে গিয়েছিলেন মানসী। তবে সেখান থেকে ফিরে এবার আবারও কাজে ফেরার পালা। আর এবার ছুটির পর কাজে ফিরেই একটা বড় ভুল করে ফেললেন মানসী।
কিন্তু কী এমন করেছেন পর্দার খলনায়িকা ‘মৌমিতা’ ওরফে মানসী?
গাড়ি চালিয়ে শ্যুটিংয়ে যাওয়ার পথে নিজেই সেকথা জানালেন অভিনেত্রী। মানসী বলেন, ‘গুড মর্নিং নেপাল থেকে ফিরে আবারও কাজে ফেরার পালা। আজ দুপুরে কল (কলটাইম) ছিল। শ্যুটিংয়ের যাচ্ছি, যেটা করতে আমি সবথেকে বেশি ভালোবাসি। কিন্তু আমি একটা ব্লান্ডার করেছি। অরিজিতাদি তনুশ্রী দি-র জন্য যে গিফটটা কিনেছি, সেটা নিতে ভুলে গিয়েছে। যে ভুলটা আমি করে থাকি আরকি…। আমি গ্রুপে বললাম, (আমাদের একটা গ্রুপ আছে, যে নামটা বলা যাবে না, ভয়ঙ্কর নাম) সেই গ্রুপে আমি জানিয়েছিলাম, গিফট নিয়ে যাচ্ছি। কিন্তু আমি সেটা যথারীতি ভুলে গিয়েছি নিতে। আমি এটাই করি প্রত্যেকবার বেড়াতে গিয়ে গিফট কেনার ৬মাস পর আমি সেটা দিই। এবারও সেই ভুলে গেলাম। জানি না গিয়ে কী বলব! তবে কাল মনে করে আমায় গিফটটা নিতেই হবে।’
এরপরই ভিডিয়োতে দেখা যায় মানসী 'নিম ফুলের মধু'র সেটে গিয়ে মেকআপ করতে দেখা যায় মানসীকে। যদিও যেকোনও কারণেই হোক ভিডিয়োটি নিজের ইনস্টাগ্রাম থেকে কিছুক্ষণ পরে তুলেও নেন মানসী সেনগুপ্ত।
কাজের ক্ষেত্রে সাদামাটা চরিত্রে অভিনয় করলেও মানসী সেনগুপ্তের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় তিনি কিন্তু ব্যক্তিগত জীবনে বেশ বোল্ড। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বোল্ড ছবি ও ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় মানসীকে।
প্রসঙ্গত, 'নিম ফুলের মধু' র আগে 'পিলু' ধারাবাহিকেও খল চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী মানসী সেনগুপ্তকে। তারও আগে বহু ধারাবাহিকে মূূলত খল চরিত্রেই দেখা গিয়েছে মানসীকে।