ঘটা করে বিয়ের পর্ব মেটার পর মঙ্গলবার বারাসতে বসেছিল রুবেল-শ্বেতার রিসেপশন। আর সেই বউভাতের দেখা মিলেছে ‘নিম ফুলের মধু’র গোটা টিমকে। ইতিমধ্যেই টলি তারকার রিসেপশনের ছবি অনেকেই দেখে ফেলেছেন। তবে এরই মাঝে একান্তে দেখা মিলল ‘নিম ফুলের মধু’-র 'বর্ষা ও পিকলু'র।
বিয়েবাড়িতে এসে কী খাচ্ছিলেন তাঁরা?
চুপি চুপি পকোড়া খেতে দেখা গেল এই জুটিকে। বর্ষা ও পিকলুকে একসঙ্গে দেখে কেউ একজন জিগ্গেস করলেন, ‘এই এখানেও দুজন একসঙ্গে?’ উত্তরে 'বর্ষা' ওরফে শৈলী ভট্টাচার্য হাত নেড়ে হাসতে হাসতে বলেন, ‘সব সময়, (অলওয়েজ)’। আর ‘পিকলু’ ঋষভ চক্রবর্তী সাফ বলে দেন, ‘দেখা হয়না তো কী হয়েছে, ছুটি থাকেনা তো কী হয়েছে, কিন্তু সবসময় একসঙ্গে।’ সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তাঁদের স্টার্টার খাওয়ার মুহূর্ত…।
প্রসঙ্গত বর্ষা ও পিকলু, জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’র চর্চিত দুই চরিত্র। সিরিয়ালে বর্ষা ও পিকলুর প্রেম, বিয়ের প্রস্তাব, বিয়ের বাধা ইত্যাদি নানান বিষয় নিয়ে পবেশকিছু পর্ব চলেছে। আর এবার সিরিয়ালের সেই রসায়নই ধরা পড়ল শ্বেতা-রুবেলের বৌভাতের আসরে। প্রসঙ্গত, নিম ফুলের মধু ধারাবাহিকের বর্ষা চরিত্রটি সকলের কাছেই খুবই প্রিয়। বর্ষা হলেন পর্ণার ননদ এবং সৃজনের ছোট বোন। পর্ণার পাশে দাঁড়াতে পরিবারের বিরুদ্ধে যেতে পিছুপা হয়নি বর্ষা। অন্যদিকে পিকলুর প্রেমে পড়ে বর্ষা।
এদিকে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা শ্বেতা-রুবেলের বিয়ের দিনের একটি ভিডিয়োতে নব-দম্পতিকে সামনে দাঁড়িয়ে থেকে অতিথি আপ্যায়ন করতে দেখা যায়। সেখানে তখন একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করছিল শ্বেতার 'কোন গোপনে মন ভেসেছে'-এর টিম। দেখা গেল পর্দার 'অনিকেত' রণজয় বিষ্ণু, অভিনেত্রী মিশমি দাস, অদিতি চট্টোপাধ্যায় সহ আরও অন্যান্যদের। কেউ আবার মজা করে বললেন, ‘এই লজ্জা করে খাও…।’
এদিকে শ্বেতা-রুবেলের বিয়ের পর তাঁদের রিসেপশনে ছিল টলি তারকাদের মেলা। হাজির ছিল ‘নিমফুলের মধু’র 'পর্ণা পল্লবী শর্মা। আবার এদিন তনুশ্রী, সৌমি আর অরিজিতা আসেন একসঙ্গে একই গাড়িতে আসেন। হাজির হয়েছিলেন ৭ মাসের অন্তঃসত্ত্বা মানসী সেনগুপ্ত। ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে মানসীর ডেলিভারি হওয়ার কথা।
এদিকে রিসেশপশনের আসরে শাড়ি নয়, লেহেঙ্গা বাছলেন নায়িকা শ্বেতা ভট্টাচার্য। আকাশি রঙা নেটের লেহেঙ্গায় শ্বেতা যেন দ্যুতি ছড়ালেন। বউয়ের পাশে সাদা-রুপোল বন্ধগলা শেরওয়ানিতে দেখা মেলে রুবেলের। রিসেপশনে অভিনেত্রী নিজেকে সাজিয়েছেন হিরের গয়নায়। গলা ভর্তি নেকলেস, আর ঝোলা দুল। হাতে রয়েছে শাঁখা-পলা। আর ছিল মাথাভর্তি সিঁদুর।