নিম ফুলের মধুতে আসছে বড় চমক! এই ধারাবাহিকে নতুন খলনায়ক হিসেবে এন্ট্রি নিচ্ছেন অভিনেতা রাজা গোস্বামী। সদ্যই প্রকাশ্যে এসেছে সেই পর্বের প্রোমো।
আরও পড়ুন: মাইক হাতে সা রে গা মা পা -এ গান গেয়ে তাক লাগালেন জিৎ! মুগ্ধ রুক্মিণী - আবিররা কী বললেন?
নিম ফুলের মধু ধারাবাহিকে রাজা গোস্বামী
এদিন নিম ফুলের মধু ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে খলনায়ক হিসেবে এন্ট্রি নিয়েছেন রাজা গোস্বামী। প্রোমো থেকেই স্পষ্ট যে তিনি এবার পর্ণা এবং সৃজনের মধ্যে আগুন লাগাতে আসছেন।
আরও পড়ুন: লাল পোশাক পরা যাবে না! দিনক্ষণ থেকে ভেন্যু: ঝটপট জেনে নিন সোনাক্ষী - জাহিরের বিয়ের ৫ জিনিস
আরও পড়ুন: '৭১ বয়সে এসে আবার...' নতুন সফর শুরুর খবর দিলেন অঞ্জন, গান সিনেমার পর এবার কী?
কী দেখা গেল প্রোমোতে?
এদিন নিম ফুলের মধু ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে পর্ণা একটি পার্টিতে শাড়ি পরে নাচ করছেন। সেখানে আচমকাই হাজির হন রাজা। তিনি এসেই সোজা নায়িকার কোমর ধরে কাছে টেনে নেন। তাতেই ক্ষেপে যায় তারকাটা পর্ণা। রাজাকে চড় মেরে সেখান থেকে বেরিয়ে এসে সে সোজা সৃজনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তখন রাজা জানায় সে পর্ণাকে নিজের করেই ছাড়বে।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, রাজা গোস্বামীর এই ধারাবাহিকে চরিত্রের নাম হতে চলেছে অভিমুন্য। এবার সেই চরিত্র আদতেই খলনায়কের নাকি নেপথ্যে অন্য কোনও কারণ আছে সেটা সময় এলেই জানা যাবে।
আরও পড়ুন: 'যদি কেউ যোগ্য মনে করে...' দেবের দেখানো পথেই এবার বড় পর্দার পর রাজনীতিতে পা রাখছেন সৌমিতৃষা?
নিম ফুলের মধু প্রসঙ্গে
নিম ফুলের মধু ধারাবাহিকটি রোজ রাত আটটা থেকে সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় আছেন রুবেল দাস এবং পল্লবী শর্মা। জি বাংলায় দেখা যায় এই মেগা। এই ধারাবাহিকে কিছুদিন আগে দেখানো হয়েছে যে পর্ণা তার স্মৃতি হারিয়ে নিজেকে কলেজের ছাত্রী ভাবছে। ফলে এই ধারাবাহিকে যে এখন একটার পর একটা চমক আসছে সেটা বলাই যায়।