বাংলা নিউজ > বায়োস্কোপ > Pallavi Sharma: ‘মা-বাবার আদর পাইনি…’ নিম ফুলের মধুর পর্ণার মতো পল্লবীও যৌথ পরিবারে বিয়ে করবে?

Pallavi Sharma: ‘মা-বাবার আদর পাইনি…’ নিম ফুলের মধুর পর্ণার মতো পল্লবীও যৌথ পরিবারে বিয়ে করবে?

কেমন বর চান অভিনেত্রী পল্লবী শর্মা?

পল্লবী  শর্মাও কি পর্ণার মতো যৌথ পরিবারের বিয়ে করবে? খোলামেলা জবাব দিলেন নিম ফুলের মধু-র অভিনেত্রী। 

টিআরপি তালিকায় হইহই করে চলছে এখন নিম ফুলের মধু। মাত্র সপ্তাহখানেক আগে টেলিকাস্ট শুরু হলেও দর্শক মনে পাকাপক্ত ছাপ ফেলে টপ ৫-এও জায়গা পাকা করেছে। ভালোবাসা পাচ্ছে পল্লবীর চরিত্র পর্ণা। প্রাচীন পন্থী শাশুড়়ি আর বস্তাপচা ভাবনাচিন্তা রাখা শ্বশুরবাড়ির যৌথ পরিবারের সঙ্গে মানিয়ে চলতে একেবারে হিমশিম খাচ্ছে। ধারাবাহিকে রুবেল দাসকে দেখা যাচ্ছে পর্ণার স্বামী সৃজনের চরিত্রে। 

বাস্তবে পর্ণার সঙ্গে কতটা মিল রয়েছে পল্লবীর? জবাব আসে, ‘আমার নিজের সঙ্গে পর্ণার অনেকটা মিল আছে। পর্ণার মতো পল্লবীও কিন্তু হাসিঠাট্টা করতে ভালোবাসে। নিম ফুলের মধু-র পর্ণা যৌথ পরিবারকে এত ভালোবাসে যে মানিয়ে-গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। পল্লবীর মধ্যেও পর্ণার এই গুণ রয়েছে।’

তাহলে কি পল্লবীও পর্ণার মতো যৌথ পরিবারের বিয়ে করবে? অভিনেত্রীর জবাব আসে, ‘আসলে ছোটবেলা থেকে তো মা-বাবার ভালোবাসা পাই নি। তাই আমি চাইব যে বাড়িতে আমার বিয়ে হবে সেখানে যেন আমি মা-বাবার ভালোবাসা পাই। আর আমার যে বর হবে সে যেন আমার খুব ভালো বন্ধু হয়। আমাকে সবরকমভাবে সাপোর্ট করবে। একজন দায়িত্বপূর্ণ মানুষ হতে হবে।’

‘কে আপান কে পর’ ধারাবাহিকের জবা হিসেবে প্রথম দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন পল্লবী। এর আগে একবার দিদি নম্বর ১-এ এসে অভিনেত্রী জানিয়েছিলেন, ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়েছেন তিনি।  ক্লাস ২-৩ তে পড়াকালীন তাঁর মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে। বাবা এবং দাদা তাঁর মাকে চিকিৎসার জন্য চেন্নাই, বেঙ্গালুরু যাতায়াত করতেন প্রায়শই। তখন থেকে খুদে পল্লবী পিসি বাড়িতে থাকতে শুরু করেন। মায়ের আদরেই পিসির কাছে মানুষ পল্লবী।

এরপর ক্লাস টেনে পড়ার সময় আইসিএসই-র প্রথম পরীক্ষার দিন সকালে তাঁর বাবার মৃত্যুর খবর আসে। তবে বাবার কথা রাখতে পরীক্ষায় বসেন অভিনেত্রী। পরীক্ষা দিয়ে ফিরে বাবার সৎকার কাজ সম্পন্ন করেন। বর্তমানে দাদা-বৌদির সঙ্গে থাকেন। তাঁর একটি ছোট ভাইঝিও আছে।

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক ‘বাড়ির থেকেও ভাল!’ দইয়ের পর এবার হুগলির ঘুগনির প্রশংসায় রচনা, খেলেন, খাওয়ালেনও ‘ভগবান আমায় একটা অন্য শরীর দিলে..', ক্যানসারের সাথে লড়াই,আক্ষেপ স্বাগতালক্ষ্মীর ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি? হঠাৎ আসবে টাকা, চাকরি, ব্যবসায় উন্নতি! কুম্ভ সহ বহু রাশি লাকি মঙ্গল বুধ যুতিতে নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.