নিম ফুলের মধু ধারাবাহিকে আসছে নতুন চমক! গল্প এক লাফে এগিয়ে যাবে ২০ বছর। আর তারই ঝলক এদিন প্রকাশ্যে আনা হল। সেখানেই দর্শকদের জন্য অপেক্ষা করে আছে একটার পর একটা চমক! কী দেখা গেল নতুন প্রোমোতে?
নিম ফুলের মধু ধারাবাহিকের নতুন প্রোমো
এদিন নিম ফুলের মধু ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে গল্প এগিয়ে যেতে চলেছে ২০ বছর। মারা গিয়েছে আলোকপর্ণা ওরফে পর্ণার জ্যাঠশ্বশুড়। শাশুড়ি আরও বৃদ্ধ হয়েছেন। আর পুটি অর্থাৎ পর্ণা আর সৃজনের মেয়েও বড় হয়ে গিয়েছে। আর চরিত্রেই এন্ট্রি নিলেন গোধূলি আলাপ, আলোর কোলে ধারাবাহিক খ্যাত অভিনেত্রী সোমু সরকার। সেই ২০ বছরে দত্ত বাড়িতে কী কী পরিবর্তন এল সেটাই দেখাল প্রোমোতে।
তাঁর জ্যাঠা তাঁর জ্যাঠতুতো দাদুর জায়গাটা নিয়েছে, বজায় রেখেছে ধ্যাস্টামো। অন্যদিকে তার ঠাকুমা অর্থাৎ বাবুর মা বাবু হারিয়ে যাওয়ার পর তার ছেলেকে নিয়েই থাকে। পর্ণা সাংবাদিকতা ছেড়ে দিয়েছে। এমনকি বাবু ওরফে সৃজন হারিয়ে যাওয়ার পর সে এক প্রকার গুমরে গুমরে থাকে। এমন সময় বাড়িতে পুলিশ আসে। জানায় তাঁদের হয়ে এক ক্রিমিনালকে খুঁজে দিতে সাহায্য করতে হবে পর্ণাকে। দেখায় একটা মুখ ঢাকা ব্যক্তির ছবি। আর সেই ব্যক্তিই হল পর্ণার হারিয়ে যাওয়া বর সৃজন। ফলে গল্পে যে বড়সড় টুইস্ট আসতে চলেছে এবার সেটা বলার অপেক্ষা রাখে না।
কী বলছেন দর্শকরা এই প্রোমো দেখে?
এক ব্যক্তি লেখেন, 'আর কত টানবেন? এবার তো গার্ডার টানতে টানতে ছিঁড়ে যাবে।' কেউ আবার লেখেন, 'ব্যাস এবার গল্পের গরু গাছে উঠবে।' কেউ কেউ আবার কেউ আপন কেউ পর অর্থাৎ পল্লবী শর্মার প্রথম মেগার সঙ্গে মিল পেলেন। যদিও অনেকেই বেশ এই টুইস্টে খুশি। একজন লেখেন, 'এবার খেলা জমবে।' আরেকজন লেখেন, 'দারুণ চমক! একেবারে গল্প ঘুরে যাবে। অপেক্ষায় রইলাম।'
আরও পড়ুন: বাবার আত্মহত্যাই 'হার না মানার গান' গাইতে শিখিয়েছে দেবচন্দ্রিমাকে! বললেন, 'জীবনে যাই হয়ে যাক...'
নিম ফুলের মধু ধারাবহিক প্রসঙ্গে
নিম ফুলের মধু ধারাবাহিকটি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল। সেরা পাঁচে নিজের জায়গা টিকিট রেখেছে পল্লবী রুবেলের এই মেগা। জি বাংলার পর্দায় নিম ফুলের মধু ধারাবাহিকটি রোজ সন্ধ্যা ৬ টা নাগাদ সম্প্রচারিত হয়।