নিম ফুলের মধু ধারাবাহিকে এল চমকপ্রদ মোড়। শত্রুতা ভুলে বউমা পর্ণার পাশে দাঁড়াল বাবুর মা ওরফে কৃষ্ণা। আর এদিন সেই পর্বের ঝলক প্রকাশ্যে আনা হল। কী দেখা গেল সেই প্রোমোতে?
নিম ফুলের মধু ধারাবাহিকের প্রোমো
নিম ফুলের মধু ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে কৃষ্ণা দত্তর দলকে হারানোর জন্য পর্ণাকে ঘরে বন্দি করে রাখতে চায় মৌমিতা এবং সুইটি। কিন্তু তাদের সেই পরিকল্পনা ধরে ফেলে কৃষ্ণা নিজেই। বিট্টুর থেকে সব সত্য জেনে সে বউমাকে বাঁচাতে বাড়ি ছুটে আসে। তখনই দেখে মৌমিতা আর সুইটি পর্ণাকে চেয়ারে বেঁধে রেখেছে। এসেই সে তাদের দুজনকে আচ্ছা করে শিক্ষা দেয়। এবং পর্ণাকে মুক্ত করে বন্দিদশা থেকে। এবার কোন দিকে ঘোরে গল্পের মোড় সেটাই দেখার। অবশেষে পর্ণা আর কৃষ্ণা সমস্ত বিভেদ ভুলে এক হয় কিনা সেটাই দেখার পালা এখন।
কে কী বলছেন?
এই নতুন প্রোমো দেখে দারুণ আনন্দিত দর্শকরা। এক ব্যক্তি লেখেন, 'শাশুড়ি বৌমা এমন তো চাই , জিও পর্ণা কৃষ্ণা।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'অবশেষে বাবুর মাকে ভালো লাগল। আবার পাল্টি খাবেন না যেন। এবার একটু ভালো মানুষ হন।'
আরও পড়ুন: ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ, ধর্মকে দুষে কঙ্গনা বললেন, 'ইসলামিক রাষ্ট্রেই এসব হয়...'
নিম ফুলের মধু ধারাবাহিক প্রসঙ্গে
নিম ফুলের মধু ধারাবাহিকটি রোজ রাত আটটা থেকে সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় আছেন রুবেল দাস এবং পল্লবী শর্মা। জি বাংলায় দেখা যায় এই মেগা। এই ধারাবাহিকে কিছুদিন আগে দেখানো হয়েছে যে পর্ণা তার স্মৃতি হারিয়ে নিজেকে কলেজের ছাত্রী ভাবছে। ফলে এই ধারাবাহিকে যে এখন একটার পর একটা চমক আসছে সেটা বলাই যায়।