নিম ফুলের মধু ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড়। সঙ্গে আসছে নতুন চরিত্রও। আর সেই চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী পূর্বাশা রায়কে। জানা গিয়েছে এবার পর্ণার প্রতিপক্ষ তথা খলনায়িকা হিসেবে দেখা যাবে তাঁকে। ফলে নতুন করে যে এই মেগার গল্প জমবে সেটা বলার অপেক্ষা রাখে না।
নিম ফুলের মধু ধারাবাহিকে নতুন এন্ট্রি
জানা গিয়েছে পূর্বাশা রায়কে মিত্র বাড়ির বৌমা হিসেবে দেখা যাবে। দত্ত বাড়ি এবং মিত্র বাড়িকে কেন্দ্র করেই এবার ধারাবাহিকে নানা মজার ঘটনা ঘটবে বলেই জানা গিয়েছে। নিম ফুলের মধু ধারাবাহিকের সেই নতুন গল্পের মোড়ের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: এমপি হয়েই স্কুল পরিদর্শনে দিদি নম্বর ওয়ান, ক্লাসরুমে ঢুকে ছাত্রদের পড়া ধরলেন 'দিদিমণি' রচনা
তবে মিত্র বাড়ির সদস্যরা কি দত্ত বাড়ির সদস্যদের সঙ্গে মিলেমিশে থাকবে, কী ঘটবে তাঁদের সঙ্গে সেটা গল্প এগোলেই বোঝা যাবে। একই পাড়ার দুই বাড়ির বৌমাদের সমীকরণ কেমন হয়, তাঁরা বন্ধু হয় নাকি ঝামেলা লেগে থাকে সেটাই দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা। তবে আপাতত এই চরিত্রটি পেয়ে যারপরনাই খুশি পূর্বাশা। প্রসঙ্গত তাঁকে এর আগে বাংলা মিডিয়াম, তোমাদের রাণী, ইত্যাদির মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে।
আরও পড়ুন: দেখে বোঝা দায় যে তিনি ২ সন্তানের মা! লাল শিমারি শাড়িতে বোল্ড লুকে ভক্তদের ঘুম কাড়লেন শুভশ্রী
নিম ফুলের মধু ধারাবাহিক প্রসঙ্গে
নিম ফুলের মধু ধারাবাহিকটি রোজ রাত আটটা থেকে সম্প্রচারিত হয়। এখানে মুখ্য ভূমিকায় আছেন রুবেল দাস এবং পল্লবী শর্মা। জি বাংলায় দেখা যায় এই মেগা।