বাংলা নিউজ > বায়োস্কোপ > Neem Phuler Modhu: বাথরুমে পল্লবী-রুবেলের মাখো মাখো আদর! আরও বাড়াবে ‘নিম ফুলের মধু’র টিআরপি

Neem Phuler Modhu: বাথরুমে পল্লবী-রুবেলের মাখো মাখো আদর! আরও বাড়াবে ‘নিম ফুলের মধু’র টিআরপি

নিম ফুলের মধু-র প্রোমো-তে ভরপুর রোম্যান্স সৃজন-পর্ণার। 

প্রোমোয় দেখা যাচ্ছে দোল খেলে স্নান করতে বাথরুমে ঢুকতে যায় পর্ণা। আর সেই সময় দরজা না বন্ধ করেই স্নান করছিল সৃজন। আর তখনই বাধা দিতে চলে আসে শাশুড়ি। দেখুন প্রোমো-

বড় পরদায় নায়ক-নায়িকাদের রোম্যান্স দেখার সুযোগ অহরহ মেলে। কিন্তু ছোট পরদায় সে খুবই বিরল। আর তাই যখনই কোনও মুহূর্ত পান দর্শকরা, তা যেন চেটেপুটে উপভোগ করেন। জি বাংলার ‘নিম ফুলের মধু’ কে নিয়ে আপাতত তাই চলছে খুব মাতামাতি। চ্যানেলের তরফ থেকে দোল স্পেশ্যাল প্রোমো শেয়ার করা হয়েছে। আর সেখানেই দেখা মিলবে পর্ণা আর সৃজনকে বাথরুমে রোম্যান্স করতে।

প্রোমোয় দেখা যাচ্ছে দোল খেলে স্নান করতে বাথরুমে ঢুকতে যায় পর্ণা। আর সেই সময় দরজা না বন্ধ করেই স্নান করছিল সৃজন। পর্ণা লজ্জা পেয়ে বাথরুম থেকে বেরিয়ে যেতে চাইলেই তাকে হাত ধরে টেনে নিজের কাছে আনে সৃজন। দুজনের মাখোমাখো আদরটা সবে শুরু হয়েছিল, ঠিক তখনই বাথরুমের বাইরে থেকে ডাকতে শুরু করে দেয় ‘বাবুর মা’। এসব দেখে হাসিটা আটকাতে পারেননি কেউই। কমেন্ট সেকশনে চোখ রাখলেই দেখা যাবে কেউ ‘বাবুর মা’-এর সঙ্গে নিজের শাশুড়ির মিল খুঁজে পেয়েছে। আরও পড়ুন: ঘুচে গেল ৩৫ বছরের বিচ্ছেদ, এক ছাদের তলায় থাকছেন রণধীর-ববিতা! খুশি করিনা-করিশ্মা

কমেন্টে একজন লিখেছেন, ‘এদের রোম্যান্সের সময় সৃজনের মায়ের বাবু বলে ডাকাটা মাস্ট’। আরেকজন লিখলেন, ‘আমার শাশুড়িটাও এরকম করে। দেখলেই রাগ হয়ে যায় আমার’। আরও পড়ুন: ‘করিনার জিকা হোক,ওর ছেলে মরে যাক’, তৈমুরের জন্মের পর কুৎসিত আক্রমণ,সরব শর্মিলা

স্টার জলসার ‘কে আপন কে পর’ দিয়ে ঘরে ঘরে মানুষের মনে জয়াগা করে নিয়েছিলেন পল্লবী শর্মা। ২০১৬ থেকে ২০২০ অবধি চলেছিল এই ধারাবাহিক। এটাই ছিল পল্লবীর প্রথম কাজ। এরপর ২ বছরের লম্বা বিরতির পর পল্লবী ফিরলেন জি বাংলাতে।

টিআরপি তালিকাতে বেশ ছাপ ফেলে গিয়েছে ‘নিম ফুলের মধু’ শুরু থেকেই। চলতি সপ্তাহে তো এই মেগা পিছনে ফেলে দিয়েছে জগদ্ধাত্রী, গৌরী এলো-র মতো ধারাবাহিককে। ওই একই সময়ে শুরু হওয়া পঞ্চমী, বাংলা মিডিয়াম, রাঙা বউ কিছুতেই টক্কর দিয়ে উঠতে পারছে না।

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন