অভিনেত্রী নীনা গুপ্তা একদিকে যেমন স্পষ্টবাদী, অন্যদিকে খোলামেলা পোশাক নিয়েও ছুৎমার্গ নেই। সদ্য ঠাকুমা হয়েছেন কিন্তু তার জন্য নিজের মনের ইচ্ছেকে চেপে রাখতে চান না ‘বধাই হো’র লিডিং লেডি। আমাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পেয়েছে ‘পঞ্চায়েত ৩’। আরও পড়ুন-‘বাচ্চার বাচ্চা আসছে…’, দিদিমা হচ্ছেন নীনা গুপ্তা! দ্বিতীয় বিয়ের এক বছর পার, গর্ভবতী মাসাবা
এই বহুচর্চিত সিরিজের স্ক্রিনিংয়ে একদম মর্ডান লুকে ধরা দিলেন ৬৫ বছর বয়সী নীনা গুপ্তা। খোলামেলা পোশাকের জন্য নীনা হামেশাই কটাক্ষের স্বীকার হয়েছেন। কিন্তু নিন্দকদের বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করে জীবনটা বাঁচেন মাসাবা গুপ্তার মা।
সাদা সাইকেলিং শর্টসে ৬৫ বছরের নীনা
এই বয়সেও রীতিমতো ফ্যাশনিস্তা নীনা। স্বল্প পোশাকেও তাঁর কনফিডেন্স এবং সাবলীলতা চোখ টানে। সাইকেলিং শর্টসের উপর ওভারসাইজ সাদা শার্ট বেছে নিয়েছিলেন নীনা। শার্টের হাতা গুটিয়ে রীতিমতো ‘Cool’ লুকে নীনা। গলা ভর্তি জাঙ্ক জুয়েলারি, চোখে রোদচশমা আর কাঁধে ঝুলছে লাল স্লিং ব্যাগ। পায়ে হলুদ রঙা স্নিকার্স।
এই পোশাকের জেরে তুমুল কটাক্ষের মুখে পড়লেন নীনা। এক নেটিজেন লেখেন, ‘এটা সাহসিকতা নয়, বোকামি। আপনার ঠাকুমা এমন পোশাকে বাইরে গেলে ভালো লাগবে?’ অপর একজন লেখেন, ‘ম্যাডাম আপনার বয়সটার দিকে নজর দিন, খুকি সাজতে চাইছেন কেন?’
নীনার শর্টস পরা নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগে গুলজারের সামনে ছোট পোশাকে যাওয়ায় তোপের মুখে পড়েছিলেন নীনা গুপ্তা। অভিনেত্রীকে একবার বলতে শোনা গিয়েছে, ‘অনেকে মনে করেন যে সব মহিলারা আবেদনময়ী পোশাক পরেন, যেমন আমি এখন পরে আছি, তাঁদের কোনও গুণ নেই। কিন্তু আমি সংস্কৃতে এমফিল করেছি, এ ছাড়া অন্যান্য কাজও রয়েছে। তাই পোশাক দেখে কাউকে বিচার করা উচিত নয়।’
ঠাকুমা হতে চলেছেন নীনা
নিজের ব্যক্তিগত জীবন নিয়েও হামেশাই চর্চার কেন্দ্রে থেকেছেন নীনা। আশির দশকে একা মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ভিভ রিচার্ডস অন্তঃসত্ত্বা নীনাকে বিয়ে করতে রাজি হননি, তবে গর্ভপাত না করিয়ে মাসাবার জন্ম দেন নীনা। পরে ২০০৭ সালে বিয়ে করেন অভিনত্রী। সদ্য ঠাকুমা হতে চলার সুখবর ভাগ করে নেন নীনা।
নীনা কন্যা, বলিউডের নামজাদা ফ্যাশন ডিজাইনার মাসাবা গত বছর জানুয়ারিতে বিয়ে করেছিলেন অভিনেতা সত্যদীপ মিশ্রাকে। বিয়ের বছর এক পার করতেই মিলল মাসাবার গর্ভবতী হওয়ার খবর। দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি।
পঞ্চায়েত ৩ প্রসঙ্গে
উত্তর প্রদেশের ফুলেরা গ্রামের প্রেক্ষাপটে সাজানো পঞ্চায়েত সিরিজ। প্রথম দুই সিজনে 'পঞ্চায়েত' সেক্রেটারি অভিষেক ত্রিপাঠী গ্রামে গিয়ে কী কী সমস্যা মুখোমুখি হন, কীভাবে তিনি গ্রামের মানুষের সমস্যার সঙ্গে একাত্ম হয়ে ওঠেন তা উঠে এসেছে। এই গ্রামের নিরক্ষর প্রধান মঞ্জুদেবীর ভূমিকায় রয়েছেন নীনা গুপ্ত। এবং তাঁর স্বামী ‘প্রধানজি’র চরিত্রে অভিনয় করেছেন রঘুবীর যাদব।