বাংলা নিউজ > বায়োস্কোপ > Neena Gupta: নীনা গুপ্তর সাজে মুগ্ধ অনুরাগীরা, লিখলেন, 'বয়স যেন কমছে!' কেমন সেজেছিলেন তিনি

Neena Gupta: নীনা গুপ্তর সাজে মুগ্ধ অনুরাগীরা, লিখলেন, 'বয়স যেন কমছে!' কেমন সেজেছিলেন তিনি

নীনা গুপ্তর সাজে মুগ্ধ অনুরাগীরা

Neena Gupta: নীনা গুপ্তকে সম্প্রতি দেখা গেল সবুজ সিল্কের শাড়ি এবং রানি রঙের স্লিভলেস ব্লাউজে। অভিনেত্রীর সাজ দেখে মুগ্ধ ভক্তরা, কী লিখলেন তাঁরা?

বর্তমানে নীনা গুপ্ত অভিনীত ছবি উঁচাই বড়পর্দায় দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমান ইরানি, সহ একাধিক জনপ্রিয় অভিনেতাদের। বক্স অফিসে ছবিটি বেশ ভালোই সাড়া পাচ্ছে। নীনা গুপ্তকে তাই এখন এই ছবির প্রমোশন নিয়ে বেশ ব্যস্ত থাকতে হচ্ছে। কিন্তু শত ব্যস্ততার মধ্যেও অভিনেত্রী তাঁর অনুরাগীদের জন্য বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। আর সেখানেই তাঁর সেরা ফ্যাশনের কিছু ঝলক দেখা গেল। এই ছবিগুলোতে তাঁকে সবুজ সিল্কের শাড়ি এবং রানি রঙের স্লিভলেস ব্লাউজে দেখা গিয়েছে।

উঁচাই ছবিতে নীনা গুপ্তর অভিনয় দর্শকদের থেকে ভীষণ প্রশংসিত হয়েছে। অন্যদিকে তাঁকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একদম সাবেকি লুকে দেখা গেল। সোমবার ইনস্টাগ্রামে নীনা গুপ্ত তাঁর দুর্দান্ত সাজ সকলের সঙ্গে ভাগ করে নিলেন। পোস্ট করলেন তিনটি ছবি। আর এই ছবিতেই অভিনেত্রীকে দেখা গেল একটি সিল্কের শাড়ি এবং কনট্রাস্ট রঙের ব্লাউজে। সবুজ রঙের সিল্ক শাড়ি পরেছিলেন তিনি সঙ্গে ছিল রানি রঙের স্লিভলেস ব্লাউজ। তিনি যে শাড়িটি পরেছিলেন সেটি র ম্যাঙ্গো ব্র্যান্ডের। আর এই কালার কনট্রাস্টে তাঁকে অপরূপা সুন্দরী লাগছিল। তিনি ছবিগুলোর সঙ্গে ক্যাপশন হিসেবে মোহাম্মদ রফির জনপ্রিয় গান 'জগ দিল-ই দিওয়ানা' গানের লিরিক্স থেকে, 'জগ দিলে দিওয়ানা', 'রুত জাগি' এবং 'ভাসলে ইয়ার কী' এই তিনটি লাইন লেখেন।

অভিনেত্রী যে সবুজ রঙের শাড়িটি পরেছিলেন সেখানে সোনালী রঙের বর্ডার ছিল সঙ্গে সোনালী রঙের তার দেওয়া ছিল শাড়ির মাঝে মাঝে। সঙ্গে ভি কাটের একটি রানি রঙের স্লিভলেস ব্লাউজ পরেছিলেন। সাবেকি ভাবেই নীনা গুপ্ত শাড়িটি পরেছিলেন। আঁচল খোলা রেখেছিলেন তিনি এই ফটোশ্যুটের জন্য।

এছাড়া তাঁর গলায় ছিল একটা বড় চোকার নেকলেস যেখানে বিভিন্ন রঙের পাথর এবং পুঁথি দেওয়া ছিল। একই সঙ্গে তিনি ম্যাচ করে কানের দুক এবং ব্রেসলেট পরেছিলেন। চুলে মাঝখান থেকে সিঁথি করে খোলা রেখেছিলেন। কপালে লাল টিপ, সরু আইলাইনার, বেরি রঙের লিপস্টিক এবং সঙ্গে আইশ্যাডো দিয়ে সাজ সম্পন্ন করেছিলেন অভিনেত্রী।

নীনা গুপ্তর এই ছবি দেখে তাবড় ভক্তরা মুগ্ধ হয়ে গিয়েছে। তাঁর এই পোস্টে ভক্তদের কমেন্ট উপচে পড়েছে। একজন লিখেছেন, 'আপনি একজন আদর্শ। আপনার মতো একজন রোল মডেল থাকা ভাগ্যের ব্যাপার।' আরেকজন লেখেন, 'আপনার বয়স দিন দিন কমছে!' আরও অনেকেই তাঁর এই পোস্টে নানান কমেন্ট ইমোজি দিয়ে ভরিয়ে তুলেছেন।

বন্ধ করুন