বাংলা নিউজ > বায়োস্কোপ > Neena Gupta on Masaba Gupta: ‘আমার লম্বা চুল, ত্বক দেখে….’, মেয়ে মাসাবার ব্রণ, চুলের সমস্যা নিয়ে অকপট নীনা

Neena Gupta on Masaba Gupta: ‘আমার লম্বা চুল, ত্বক দেখে….’, মেয়ে মাসাবার ব্রণ, চুলের সমস্যা নিয়ে অকপট নীনা

মেয়ে মাসাবার সঙ্গে নীনা গুপ্তা

নীনা গুপ্তা বলেছেন, মেয়ে মাসাবা গুপ্তাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। ব্রণের জন্য ওষুধ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন তাঁরা। কোঁকড়ানো চুল নিয়ে মেয়ের সংগ্রামের কথাও শেয়ার করেছেন তিনি।

কেরিয়ারের তুলনায় ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় ছিলেন অভিনেত্রী নীনা গুপ্তা। ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে নীনার প্রেম এবং মাসার জন্ম নিয়ে কোনও দিন লুকোচুপি করেননি এই দুই তারকা। বিয়ের বন্ধনে আবব্ধ না হলেও ভিভের সন্তানের মা হওয়ার ঘটনা তৎকালীন সময়ে আলোচনার অন্যতম বিষয় ছিল।

তেমনই আবার তাঁদের সন্তান মাসাবার মনকে তাঁর বাবা ভিভ সম্পর্কে কখনও বিষিয়ে তোলেননি নীনা। ভিভের সঙ্গে তাঁর বিয়ে না হওয়া সত্ত্বেও সন্তান মাসাবার দায়িত্ব সম্পূর্ণ এক হাতে সামলেছেন এই বলি-অভিনেত্রী।

একসময় ব্রণ এবং কোকড়ানো চুলের সমস্যায় ভুগতেন ফ্য়াশন ডিজাইনার মাসাবা গুপ্তা। মেয়েকে নিয়ে চিন্তিত ছিলেন খোদ নীনাও। অভিনেত্রী ফাঁস করেছেন, মেয়েকে নিয়ে একাধিক চিকিৎসকের কাছে ছুটেছিলেন তিনি। ব্রণের চিকিৎসার জন্য তাঁকে ওষুধের সুপারিশ দিয়েছিলেন তাঁরা। মায়ের মতো কেন ঘন, লম্বা চুল ছিল না মাসাবার। সেই নিয়ে চাপা টেনশনে ভুগতেন মাসাবা, এ বিষয় মুখ খুলেছেন নীনা। 

আরও পড়ুন: শ্রীদেবীর জন্মবার্ষিকী, মায়ের সঙ্গে পুরনো ছবি পোস্ট করে আবেগঘন জাহ্নবী-খুশি

মা-মেয়ে জুটি সম্প্রতি তাঁদের হিট ওয়েব সিরিজ ‘মাসাবা মাসাবা’-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরেছেন। নীনা এবং মাসাবা নেটফ্লিক্স শোতে নিজেদের অভিনয়ে, নিজ নিজ পেশাগত এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে একটি কাল্পনিক গল্প তুলে ধরেছেন এই ওয়েব সিরিজে। 

সম্প্রতি হার্পারস বাজারের ডিজিটাল কভারের প্রচ্ছদে নীনা এবং মাসাবাকে দেখা গিয়েছে। মাসাবা গুপ্তা তাঁর চুল এবং ত্বক নিয়ে কীভাবে লড়াই করেছিলেন সে সম্পর্কে কথা বলতে গিয়ে নীনা ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, ‘ওর (মাসাবার) চুল নিয়ে একটু সমস্যা ছিল। এত কোঁকড়া ছিল যে আমরা বেঁধে রাখতে পারতাম না। ত্বকের সমস্যা ছিল। ও ক্রমাগত আমার লম্বা, কালো চুল এবং আমার ত্বকের দিকে তাকিয়ে থাকত। আশ্চর্য হয়ে যেত কেন ওকে আমার এবং ওর সমসাময়িকদের থেকে আলাদা দেখাচ্ছে।’

আরও পড়ুন: সুইমস্যুট পরাবেন বৈজয়ন্তীমালাকে, বিশেষ একজনের অনুমতি নিতে হয়েছিল রাজ কাপুরকে!

শৈশবকালে ব্রণের সঙ্গে মাসাবার লড়াইয়ের কথা বলতে গিয়ে নীনা যোগ করেছেন, ‘আমি ওকে ব্রণের সমস্যার জন্য মুম্বইয়ে প্রতিটা চিকিৎসককে দেখিয়েছি। কেউ কেউ ওষুধের সুপারিশ দিয়েছে। কিন্তু আমি এত অল্পবয়সী মেয়ের জন্য ট্যাবলেট খাওয়ানোর বিষয় খুঁত খুঁতে ছিলাম। এমনও দিন ছিল, মুখ ভর্তি ব্রণের কারণে ও ঘর থেকে বেরোয়নি…।’

আরও পড়ুন: বলিউডে ‘বয়কট’ ট্রেন্ডে শুধুই টার্গেট খানেরা? এই ১০ বিগ বাজেটের ছবি নিয়েও সংশয়

২০১৭ সালে ব্রণের সমস্যা নিয়ে নিজের ছবি শেয়ার করেছিলেন মাসাবা। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ নোটে লিখেছিলেন, ‘১৪ বছর বয়স থেকে আমার মুখে ভয়ানক ব্রণ হয়। মানে বেশিরভাগ দিন দেখে মনে হত আমার মুখে কেউ সিগারেটের ছ্যাঁকা দিয়েছে। আমার মুখে এবং মাথায় কালো দাগ। এমন দিন ছিল আমি মুখে পাউডার না লাগিয়ে ঘর থেকে বেরোতে চাইতাম না। ঘরে কোনও লাইট জ্বালাতে অস্বীকার করতাম।’

বন্ধ করুন