খুব শীঘ্রই মা হতে চলেছেন মাসাবা গুপ্তা, দিদা হবেন নীনা। আর তাই এবার ১২ মে 'মা দিবস'টা নীনা গুপ্তা ও তাঁর মেয়ে মাসাবা গুপ্তার কাছে অন্যরকম। তবে নীনা কন্যা মাসাবার মাতৃত্বের এই যাত্রাপথটা আর পাঁচজন মায়ের মতোই। যদিও নীনার ক্ষেত্রে মাসাবার জন্মের সময়টা এত মসৃণ ছিল না। সেটা ছিল ভীষণই কঠিন।
মাতৃদিবস উপলক্ষে হবু মা মাসাবা তাঁর মা নীনার সঙ্গে একটা ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে মাসাবা তাঁর মা নীনাকে প্রশ্ন করেন, তিনি হবু মায়েদের কী পরামর্শ দেবেন?
মেয়ের প্রশ্ন নীনা বলেন, 'এটা খুব একটা বড় বিষয় নয়। সন্তানের জন্ম দেওয়া সহজ। শুধু ইশ্বরের উপর পে ভরসা রাখো, সব মসৃণ হয়ে যাবে। আর তুমি তো সবটাই জানো, তোমার জন্মের সময় আমার কাছে মাত্র ২০০০ টাকা ছিল আর আমি এই পেশায় ছিলাম। তবে হ্যাঁ আমার তো টেনশন ছিলই, তবে সব হয়ে যায়। আমার কাছে তো তখন আয়া রাখার জন্যও টাকা ছিল না। পাস আয়া রাখনে কে লিয়ে ভি পায়েস না, ঈশ্বর তখন আমার পিসিকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। আপকেও এই কষ্টটা তো করতেই হবে। তাই টেনশন কোরো না, এখনও অনেক সময় আছে। আপনাকে আরেকটু কষ্ট করতে হবে, তবে এটা মূল্যবান।
প্রসঙ্গত, নীনা নিজের আত্মজীবনী ‘সচ কাহু তো’- মাসাবা নিজেই প্রকাশ করেছিলেন ‘আমি যখন জন্মেছিলাম, তখন আমার মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০/- টাকা ছিল। একটি সময়মত ট্যাক্স রির্টান পেলে সেই সংখ্যাটা আরও ১২,০০০/- টাকা পর্যন্ত বাড়ত। অবশ্যই আমি একজন সি-সেকশন শিশু ছিলাম। আমি মায়ের জীবনী পড়ে অনেক কিছু শিখেছি। জেনেছি মাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। আমি আমার জীবনের প্রতিটি দিন খুব কঠোর পরিশ্রম করি। কখনওই যেন কাউকে এত কষ্ট করতে না হয়। আমিও যেন আমার প্রাপ্যটুকু পাই, আর আমাকে এই পৃথিবীতে আনার জন্য উনি যে কষ্ট করেছেন, সেই ঋণ যেন আমি সুদ সহ ওঁকে ফেরত দিতে পারি।’
প্রসঙ্গত, মাসাবা নীনা গুপ্তা ও ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটাপ ভিভ রিচার্ডসের মেয়ে। যদিও ভিভ নীনাকে বিয়ে করেননি, তাঁকে স্ত্রীর সম্মান দেননি। ভিভের সঙ্গে প্রেম এবং নীনার ওয়ান নাইট স্ট্যান্ডের কথা কমবেশি অনেকেই জানেন।
গত বছর জানুয়ারিতে অভিনেতা সত্যদীপ মিশ্রাকে বলিউডের নামজাদা ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা। বিয়ের বছর এক পার করেই মা হওয়ার সুখবর শোনালেন মাসাবা। প্রসঙ্গত মাসাবা ও সত্যদীপ দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে।