সদ্যই পুনেতে অনুষ্ঠিত হয়ে গেল এএসএল। সেখানে পারফর্ম করেছেন অরিজিৎ সিং, মার্টিন গ্যারিক্স। পারফর্ম করেছেন নীতি মোহনও। আর সেখানকার একাধিক ভিডিয়ো পোস্ট করেছেন গায়িকা। কিন্তু একটি ভিডিয়োতেই নজর আটকাল। মঞ্চের পাশে দাঁড়িয়ে হাউহাউ করে কাঁদছেন তিনি। কিন্তু কেন?
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলের টপ ৮ -এ ৪ বাঙালি! করণের উপস্থিতিতে সেমি ফাইনাল থেকে ফাইনালে জায়গা পাকা করলেন কারা?
কী ঘটেছে?
এদিন নীতি মোহন যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি স্টেজের পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে কাঁপছেন রীতিমত। মুছছেন চোখ। কিন্তু না, ঘাবড়ানোর মতো কিছু নেই। তিনি আবেগঘন হয়ে পড়েছিলেন এত ভালো শ্রোতা দেখে, অরিজিৎ সিংয়ের সঙ্গে এমন মঞ্চে গান গেয়ে।
শুধু এই ভিডিয়ো নয়, এদিন বলিউডের এই খ্যাতনামা গায়িকা এএসএল পুনে থেকে একাধিক ছবি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে কোনও ছবিতে দেখা যাচ্ছে তিনি অরিজিৎ সিংয়ের সঙ্গে মঞ্চে পারফর্ম করছেন, তো কোথাও একা। কখনও আবার তাঁকে দর্শক, শ্রোতাদের কনসার্ট উপভোগের মুহূর্ত তুলে ধরতে দেখা গিয়েছে। বাদ যায়নি রিহার্সাল থেকে শুরু করে মার্টিন গ্যারিক্সের সঙ্গে আড্ডার মুহূর্ত।
এদিন নীতি মোহন এই ছবি ভিডিয়োগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, 'এখনও ওখানেই আটকে আছি। ভুলতেই পারছি না। এএসএল পুনের কিছু চিরস্মরণীয় মুহূর্ত। ধন্যবাদ অরিজিৎ সিং, এত ভালোবাসা, এমন দুর্দান্ত অভিজ্ঞতায় উচ্ছ্বসিত। শেষ থেকে দ্বিতীয় ভিডিয়োতে (কান্নার) আমি কৃতজ্ঞতা জানিয়েছি। এত ভালো শ্রোতাদের সামনে এই ভালো ভালো গান গাইতে পারা যেন স্বপ্নের মতো।
প্রসঙ্গত এই কনসার্টের আগে মার্টিন গ্যারিক্সকে অরিজিৎ সিংয়ের বাড়িতে দেখা গিয়েছিল। এছাড়াও তাঁদের এই কনসার্টের একাধিক ছবি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে মার্টিনের সঙ্গে অরিজিৎকে গান গাইতে দেখা গিয়েছে। তাঁদের মঞ্চে দাঁড়িয়ে হোলি খেলার মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল।