মুম্বইয়ে নতুন একটি অ্যাপার্টমেন্ট কিনলেন বলিউড অভিনেত্রী নীতু কাপুর। বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে (বিকেসি) সানটেক রিয়েলটির ১৯ তলা বিলাসবহুল প্রোজেক্ট, সিগনিয়া আইলের সাত তলায় রয়েছে এই অ্যাপার্টমেন্ট। প্রোজেক্টের ঝলক অফিসিয়াল ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে।
সোফিটেল হোটেলের বিপরীতে অবস্থিত এই অ্যাপার্টমেন্ট। ১৭.৪০ কোটি টাকায় এই অ্যাপার্টমেন্টটি কিনেছেন তিনি। ৩,৩৮৭ বর্গফুট জায়গা জুড়ে অ্যাপার্টমেন্টে রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, অ্যাপার্টমেন্টে পাঁচটি বেডরুম এবং শহরের দৃশ্য উপভোগের জন্য একটি প্রশস্ত ডেক রয়েছে।
অ্যাপার্টমেন্টের অন্দরে রয়েছে তাপমাত্রা নিয়ন্ত্রিত সুন্দর পুল। ফিটনেস এবং খেলাধুলার জন্য রয়েছে আলাদা জায়গা, অ্যাপার্টমেন্টে একটি সাজানো-গোছানো জিম করার জায়গাও আছে। একটি স্কোয়াশ কোর্ট এবং ভার্চুয়াল গল্ফও রয়েছে। আরও পড়ুন: শুধু শুভমন নয়, গিল পরিবারের সবাই যেন সিনেমা স্টার! রইল ছবি

মুম্বইয়ের বিকেসিতে নীতু কাপুরের নতুন অ্যাপার্টমেন্টের ভিতরের ছবি। (ছবি: সানটেক ইন্ডিয়া)
নীতুর অ্যাপার্টমেন্টে রয়েছে সুবিশাল ডাইনিং, শোওয়ার ঘর এবং সাজানো-গোছানো বিরাট বড় লিভিং রুম। তিনটি গাড়ি পার্কিং-এর জায়গার অ্যাক্সেস রয়েছে এখানে।

মুম্বইয়ে নীতু কাপুরের নতুন অ্যাপার্টমেন্ট। (ছবি: সানটেক ইন্ডিয়া)
বিক্রেতা কেওয়াল কৃষান নোহরিয়ার কাছ থেকে গত ১০ মে এই প্রপার্টির রেজিস্ট্রি সেরেছেন নীতু। IndexTap.com-এর নথি অনুসারে, ১.০৪ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দিয়েছেন অভিনেত্রী।
অন্যদিকে, নীতু কাপুরের পুত্রবধূ আলিয়া ভাট কিছু দিন আগেই নতুন আরও একটি প্রপার্টি কিনেছেন। বান্দ্রা পশ্চিমে ২৪৯৭ বর্গফুট জুড়ে বিস্তৃত একটি অ্যাপার্টমেন্ট ৩৭.৮০ কোটি টাকা দিয়ে কিনেছেন আলিয়া। অভিনেত্রীর প্রোডাকশন হাউজ ‘ইটারনাল সানশাইন প্রোডাকশন প্রাইভেট লিমিটেড’-এর নামে ক্রয় করা হয়েছে।
একটি নিউজ পোর্টাল অনুসারে যা এরিয়াল ভিউ কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত। পালি হিল এরিয়ায়। তিনি ২.২৬ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দিয়েছেন বলেও জানা গিয়েছে। সম্পত্তির রেজিস্ট্রেশন হয়েছে ১০ এপ্রিল ২০২৩।
আলিয়া বর্তমানে তাঁর স্বামী রণবীরের সঙ্গে থাকেন বান্দ্রার পালি হিলে। এই বাড়ির বারান্দাতেই চার হাত এক হয়েছে দুজনের। বাস্তুতেই তাঁরা থ্রো করেছিলেন রিসেপশন পার্টি। তবে খুব জলদি আলিয়া ভাট এবং রণবীর কাপুর চলে যাবে তাঁদের নতুন বাংলোতে। কাজ চলছে রালিয়ার আট তলা স্বপ্নের বাড়ি কৃষ্ণ রাজ বাংলোর।
উল্লেখ্য, ‘লেটার্স টু মিস্টার খান্না’ ছবিতে অভিনয় করছেন সানি কৌশল এবং শ্রদ্ধা শ্রীনাথ। পরিচালকের আসনে রয়েছেন মিলিন্দ ধৈমাদে। মা-ছেলের সম্পর্কের গল্প বলবে এই ছবি। আগামীতে এই ছবিতে দেখা যাবে নীতু কাপুরকে।