বাংলা নিউজ > বায়োস্কোপ > A Thursday: শ্যুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন নেহা, গল্প বদলে ফেলেন পরিচালক!

A Thursday: শ্যুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন নেহা, গল্প বদলে ফেলেন পরিচালক!

'আ থার্সডে' ছবিতে একজন ‘প্রেগন্যান্ট পুলিশ’ চরিত্রে দেখা যাবে নেহা ধুপিয়া-কে।

বেহ্জাদ খাম্বাটা পরিচালিত থ্রিলার 'আ থার্সডে'-র শ্যুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন নেহা ধুপিয়া।

বেহ্জাদ খাম্বাটা পরিচালিত থ্রিলার 'আ থার্সডে'-র শ্যুটিং চলাকালীন গর্ভবতী ছিলেন নেহা ধুপিয়া। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন নেহা নিজেই। এর আগে একাধিক সাক্ষাৎকারে এই বলি-অভিনেত্রী জানিয়েছিলেন গত বছর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার দরুণ একাধিক ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁকে। এবার হিন্দুস্তান টাইমসকে নেহা জানালেন কীভাবে 'আ থার্সডে' ছবির পরিচালক বেহ্জাদ খাম্বাটা স্রেফ নেহার শারীরিক সুবিধার কথা খেয়াল রেখে ছবির চিত্রনাট্যে অদল বদল করেছিলেন।

নেহা বলছেন, 'যখন অন্তঃসত্ত্বা থাকার দরুণ বেশ কিছু প্রজেক্ট হাতছাড়া হয়েছিল আমার, তখন কি মনখারাপ করেনি আমার? কবযই করেছিল, তবে তা ক্ষনিকের জন্য। ব্যাস! প্রথমে মনখারাপ হলেও পরে ভেবে দেখেছিলাম হয়তো সেইসময়ে আমাকে যে শারীরিক পরিবর্তন হচ্ছিল ধীরে ধীরে, তার সঙ্গে আমার কাছে প্রস্তাবিত ওই চরিত্রের সঙ্গে নিশ্চয়ই ফারাক রয়েছে। তবে বেহজাদ কিন্তু ঠিক সামলে নিয়েছিলেন। আমার পক্ষে যখন শ্যুটিং করা সম্ভব হয়েছিল, তখনই আমার অংশের শ্যুটিং সেরেছিলেন তিনি।'

অবশ্য 'আ থার্সডে'-এর প্রস্তাব দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার আগেই পেয়েছিলেন নেহা। নেহার জবানিতে, 'দ্বিতীয়বার লকডাউনে ফের প্রায় সবকিছু বন্ধ হয়ে গেল। শ্যুটিং তো বটেই। আমিও ওই সময়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়লাম। তবে পরিচালককে নিজের এই অবস্থার কথা জানিয়ে বলেছিলাম যে সে এখনও আমাকে তাঁর ছবিতে নিতে চায় কি না? শোনামাত্রই বেহজাদের পাল্টা জবাব ছিল অবশ্যই নেব। এমন তো নয় যে মহিলা পুলিশকর্মীরা গর্ভধারণ করেন না। এরপর নানান দিক সামলে ঠিক আমাকে নিয়ে এবং আমার সুবিধামতো ছবির কাজ করিয়ে নিয়েছিল ও।

নেহার ব্যাপারে 'আ থার্সডে'-এর অন্যতম অভিনেতা অতুল কুলকার্নির কথায়, 'অন্তঃসত্ত্বা অবস্থায় কী করে যে নেহা এই ছবির শ্যুটিং পুরো শেষ করতে পারল, তা ভেবে আজও অবাক হই। আমরা তো বেশ ভয়ে ভয়েই থাকতাম এই বুঝি কোনও শট শেষ হলেই নেহাকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে। কিংবা নিদেনপক্ষে সেই দিনের শ্যুটিং শেষে। সত্যি কথা বলতে কী, এই সব দেখার পর নেহার প্রতি আমার দারুণ শ্রদ্ধা জন্মেছে। মেয়েটি কীসব কঠিন সিকোয়েন্স-এ না কাজ করেছে! আমি তো ওঁকে জড়িয়ে ধরে এই কথাটাই বলেছিলাম যে একজন অভিনেতা হিসেবে পেশার প্রতি তোমার যে আনুগত্য ও নিষ্ঠা, তাঁর জন্য তোমাকে আমার কুর্ণিশ!'

'আ থার্সডে' ছবিতে মুখ্য ভূমিকায় র‍য়েছেন ইয়ামি গৌতম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ডিম্পল কাপাডিয়া, নেহা ধুপিয়া, অতুল কুলকার্নি এবং করণবীর শর্মা-কে। এক পুলিশ অফিসারের ভূমিকায় ছবিতে হাজির হবেন অতুল কুলকার্নি।

বায়োস্কোপ খবর

Latest News

রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.