বলিউড তারকাদের ফ্যাশন সেন্স নিয়ে মাঝেমধ্যেই হাসিঠাট্টা চলে সোশ্যাল মিডিয়াতে। এবার যেমন সকলকে চমকেই দিলেন নেহা ধুপিয়া। এক ঝলক দেখে আপনারও চোখ হয়তো এভাবেই ধাঁধিয়ে যাবে! আর ট্রোল সর্বস্ব নেট-দুনিয়ায় এটাই মানে নেহা ধুপিয়ার ‘প্যান্ট’ই হয়ে গেল চর্চার টপিক।
ফ্যাশনিস্তা নেহা ধুপিয়াকে সম্প্রতি মুম্বইয়ে স্বামী অঙ্গদ বেদির সঙ্গে দেখা গিয়েছে। অঙ্গদ পরেছিলেন কালো রঙের টি শার্ট আর জগার্স। তবে নেহা-র পোশাক অতরঙ্গি। তিনি ন্যুড ইনারের সঙ্গে কালো টপ পরেন। আর পায়েও ন্যুড রঙেরই টাইট ফিডেট প্যান্ট। আর যা দেখে রীতিমতো সমালোচনায় মাতল নেট-নাগরিকরা।
পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া ভিডিয়োতে একজন মন্তব্য করলেন, ‘কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম! তারপর দেখলাম না প্যান্ট আছে’। আরেকজন লেখেন, ‘আমার প্রথম রিয়্যাকশন ছিল, এ মা প্যান্ট পরেনি নাকি।’ তৃতীয়জনের মন্তব্য, ‘বস নিজের ফ্যাশন গেম চেক করো! একটুও কুল লাগছে না।’ চতুর্থজন লিখলেন, ‘ভগবান বুদ্ধি দিন। সবই আসলে খবরে আসার জন্য।’
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো-
সেভাবে সিনেমায় আর দেখা যায় না বর্তমানে নেহা ধুপিয়াকে। শেষ কাজ ছিল ব্যাড নিউজ (২০২৪)। এর আগে ২০২২ সালে আ থার্জডে-তে কাজ করেছিলেন। তবে টিভির পরিচিত মুখ হয়ে উঠেছেন রোডিজ দিয়ে। ২০১৬ সাল থেকে তিনি এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের অংশ। কাজের পাশাপাশি বেশিরভাগটা সময় অভিনেত্রী কাটান তাঁর দুই সন্তানের সঙ্গে।
২০১৮ সালের ১০ মে গুরুদুয়ারায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে অভিনেতা অঙ্গদ বেদীকে বিয়ে করেন, যিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অধিনায়ক বিশান সিং বেদির ছেলে। এরপর বিয়ের কয়েক মাসের মধ্যেই জানা যায় তিনি গর্ভবতী। এবং ২০১৮ সালের নভেম্বর মাসে জন্ম হয় মেয়ে মহেরের। এরপর ২০২১ সালের অক্টোবর মাসে একটি পুত্র সন্তানের জন্ম দেন নেহা ও অঙ্গদ, যার নাম গুরিক। এখনও সন্তানদের মুখ প্রকাশ্যে আনেননি এই দম্পতি। তাঁদের দাবি, সন্তানরা বড় হয়ে সিদ্ধান্ত নেবে আদৌ তারা নিজেদের মুখ সবার সামনে আনতে চায় কি না! ততদিন তাঁরা বাচ্চাদের দেখাবেন না। বর্তমানে এই পথে হাঁটছেন বিরাট-অনুষ্কা, সোনম কাপুর, দীপিকা পাড়ুকোনরা।