অস্ট্রেলিয়ার মেলবোর্নে কনসার্ট করতে গিয়েছিলেন নেহা কক্কর। তবে নির্দিষ্ট টাইমের থেকে ৩ ঘণ্টা দেরিতে অনুষ্ঠানে পৌঁছোন শিল্পী। নেহা যখন মঞ্চে ওঠেন, তখন তিনি দেখেন দর্শক ও শ্রোতারা তাঁর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আর তাই মঞ্চে উঠে তাঁদের কাছ থেকে ক্ষমা চাইতে গিয়ে কেঁদে ফেলেন নেহা কক্কর।
তবে সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম রেডিট উঠে এসেছে সেই মুহূর্ত। যেখানে দেখা যাচ্ছে নেহাকে অস্ট্রেলিয়ার শোয়ে কাঁদতে দেখে ভিড়ের মধ্যে অনেকেই তাঁকে ট্রোল করতে শুরু করেন। এরপর অপমানিত হয়ে অঝোরে কাঁদতে থাকেন গায়িকা।
নেহা ক্ষমা চেয়ে নেন…
নেহাকে বলতে শোনা যায়, ‘আপনারা সত্যিই ভালো। তোমার অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে কখনও কাউকে এত অপেক্ষা করাইনি। আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। আমি খুবই দুঃখিত। এটা একটা সত্যিই বড় বিষয়। এই সন্ধ্যেটা আমার সবসময় মনে থাকবে। আজ আপনারা সবাই আমার জন্য অনেক মূল্যবান সময় বের করেছেন। আমি নিশ্চিত করব যে আপনারা সকলেই এই শো ভীষণভাবে উপভোগ করবেন।’
নেহা কক্করের সেই মুহূর্ত দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন…
দর্শকদের ক্ষোভ
এদিকে নেহা যখন কাঁদতে শুরু করেন, তখন অনেক দর্শকই তাঁকে সমর্থন করতে শুরু করন এবং হাততালি দেন। আবার একই সঙ্গে, কিছু মানুষ সেসময় তাঁদের ক্ষোভ উগরে দেন। ভিডিওটিতে কিছু লোকজনকে চিৎকার করতে শোনা যাচ্ছে। একজন বলেন, ‘এটা ভারত নয়, এটা অস্ট্রেলিয়া। হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম নিন।’ একথা শুনেই অপমানিত হয়ে নেহা জোরে জোরে কাঁদতে শুরু করেন। তখন দর্শকদের কেউ কেউ চিৎকার করে বলেন, ‘খুব ভালো অভিনয় হচ্ছে। নাটক কম করুন এটা ইন্ডিয়ান আইডল নয়।’
ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেহা কক্করের এই কথোপকথনের মুহূর্ত। অপমানিত হয়েই অঝোরে কাঁদতে থাকেন শিল্পী।