বাংলা নিউজ > বায়োস্কোপ > Falguni-Neha: ‘গান রিমেক’ বিতর্কের মাঝেই একমঞ্চে নেহা-ফাল্গুনী, একসঙ্গে নাচলেন ডান্ডিয়া

Falguni-Neha: ‘গান রিমেক’ বিতর্কের মাঝেই একমঞ্চে নেহা-ফাল্গুনী, একসঙ্গে নাচলেন ডান্ডিয়া

'ইন্ডিয়ান আইডল'-এর মঞ্চে নেহা কক্কর, ফাল্গুনী পাঠক

Falguni-Neha: ফাল্গুনী পাঠকের এক সময়ের জনপ্রিয় গান ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’ রিমেক করে কটাক্ষের মুখে নেহা কক্কর। এরপর 'ইন্ডিয়ান আইডল'-এর আসন্ন নবরাত্রির বিশেষ পর্বে একসঙ্গে শ্যুটিং সেরেছেন তাঁরা।

ফাল্গুনী পাঠকের জনপ্রিয় গান ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’ (১৯৯৯)-এর রিমেক গেয়ে বিতর্কের মুখে নেহা কক্কর। গানটিকে নতুন ভঙ্গিতে পরিবেশন করে কটাক্ষের মুখে পড়েন গায়িকা। গানের আসল স্রষ্টা, ফাল্গুনীর মন্তব্য, রিমেকে তাঁর আপত্তি নেই। তবে নতুন গানটি যেন শ্রুতিমধুর হয় এতটুকুই দাবি ছিল তাঁর।

এ বিষয় প্রথমে নেহাকে কটাক্ষ করতে ছাড়েননি ফাল্গুনী। তিনি বলেন, 'প্রথমে মনে হল, গানটি খুবই খারাপ। মনে হচ্ছিল, বমি করে ফেলব।' ফাল্গুনীর সেই মন্তব্যের পালটা জবাব দিয়ে নেহা বলেছিলেন, কোনও রকম নেতিবাচকতাই ছুঁতে পারবে না তাঁকে। আরও পড়ুন: ‘আজকাল এসব বলা উচিত নয়’, নিজেকে ‘উদারপন্থী, বামপন্থী’ বলে উল্লেখ করেছেন সইফ

তবে এত বিতর্কের পরও একই মঞ্চে দেখা গিয়েছে নেহা কক্কর এবং ফাল্গুনী পাঠককে। 'ইন্ডিয়ান আইডল'-এর আসন্ন নবরাত্রির বিশেষ পর্বের শ্যুটিংয়ের জন্য অতিথি হিসাবে হাজির হয়েছিলেন ফাল্গুনী। এই শো-এর অন্যতম বিচারকের আসনে রয়েছেন নেহা কক্কর। এত বিতর্কের মাঝেও তাঁদের দুজনকে এক মঞ্চে দেখে রীতিমতো অবাক হয়েছেন দর্শক। নবরাত্রির বিশেষ পর্বে একসঙ্গে ডান্ডিয়া নেচেছেন তাঁরা। আরও পড়ুন: বিজয় সেতুপতির মতো ‘অভিনয় করার কথা’ স্বপ্নেও ভাবেন না হৃতিক! খোলসা করলেন নিজেই

প্রসঙ্গত, নেহার মুখে ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই’-এর রিমেক শুনে নতুন এক সাক্ষাৎকারে ফাল্গুনী বলেছেন, ‘২২ বছর হয়ে গিয়েছে, তবুও মানুষের মনে আমার সেই গান এখনও টাটকা। তাই আশা করব এই গানের রিমেক তৈরি হলেও তা যেন শ্রুতিমধুর হয়। শুনতে যেন ভালো লাগে।’

 

বন্ধ করুন