ছোট পর্দার অতি পরিচিত মুখ তিনি। বকুল কথা থেকে শুরু করে ত্রিনয়নী, মিঠাই, ইত্যাদি সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। সেই অভিনেতার সংসারে বাড়ল সদস্য। বাবা হলেন নীল চট্টোপাধ্যায়।
কী ঘটেছে?
নীল চট্টোপাধ্যায় এদিন একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে তাঁর স্ত্রীর গর্ভাবস্থার সময়ের একটা ছবি। স্ত্রী পৃথার পেটে হাত দিয়ে হাসি মুখে পোজ দিয়েছেন নীল। এই ছবিটি পোস্ট করে নীল জানিয়েছেন তাঁদের মেয়ে হয়েছে।
নীল এদিন সন্তান আসার খবর ভাগ করে জানান, 'লক্ষী এলো ঘরে। মেয়ে হয়েছে আমাদের। লাভ ইউ পৃথা।'
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, ‘অভিনন্দন তোমাদের এবং সোনা মাকে এত্ত এত্ত এত্ত এত্ত আদর পাঠালাম।’ আরেকজন লেখেন, ‘অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো নীল দা এবং পৃথা দি।’ তৃতীয়জন লেখেন, ‘প্রাণের ভালোবাসা তোমাদের তিনজনকে।’ চতুর্থজন লেখেন, ‘ভীষণ ভালো খবর।’ কৃষ বসু, তানিয়া রায়, সহ একাধিক তারকা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
প্রসঙ্গত ২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েন নীল চট্টোপাধ্যায় এবং পৃথা চন্দ। কাছের বন্ধু এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতে সেই বছর তাঁরা ১৯ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েছেন। বর্তমানে নীল চট্টোপাধ্যায়কে তেঁতুলপাতা ধারাবাহিকে দেখা যাচ্ছে ঋজুর ভূমিকায়।