বলিউডের কিংবদন্তি গায়ক মুকেশের পৌত্র তিনি। তবে সঙ্গীত নয়, অভিনয়ে কেরিয়ার গড়েছেন নীল নিতিন মুকেশ। যদিও সেভাবে সাফল্য হাতে আসেনি। তাঁর কেরিয়ারে সফল ছবির সংখ্যা হাতে গোনা। সম্প্রতি নিউ ইয়র্ক বিমানবন্দরে একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন নীল। যেখানে তাঁকে ইমিগ্রেশন অফিসার আটক করেছিল, তাঁর ভারতীয় পাসপোর্ট ঘিরেই তৈরি বিতর্ক। অভিনেতা যে ভারতীয় সেটাই বিশ্বাস করতে পারেননি মার্কিনি আধিকারিকরা। ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ভারতীয় পাসপোর্ট থাকা সত্ত্বেও অভিবাসন কর্মকর্তারা মানতে রাজি ছিলেন না তিনি ভারতীয়। আরও পড়ন-স্বামী-স্ত্রী থেকে সোজা মা-ছেলে অপরাজিতা-রাজা! চিরসখার কাস্টিং নিয়ে কটাক্ষের জবাব অভিনেতার
নিউইয়র্কে আটক হন নীল নীতিন মুকেশ
ঘটনার স্মৃতিচারণ করে নীল বলেন, 'আমি যখন নিউ ইয়র্ক সিনেমাটি করছিলাম সেই সময়ই আমাকে নিউ ইয়র্ক বিমানবন্দরে আমাকে আটক করা হয়েছিল। তারা বিশ্বাস করতে অস্বীকার করেছিল যে আমি ভারতীয়। আমার কাছে ভারতীয় পাসপোর্ট ছিল, তবুও। আমাকে আটক করা বেশ বড় খবর হয়ে দাঁড়িয়েছিল। এমনকি তারা আমাকে উত্তর দিতে বা নিজের স্বপক্ষে কিছু বলতেও দেয়নি।
অভিনেতার কথায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নীল শেয়ার করেছেন যে তাঁর পরিচয় স্পষ্ট করার অনুমতি দেওয়ার আগে তাঁকে প্রায় চার ঘন্টা আটকে রাখা হয়েছিল।
নীল কীভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন?
নীলের কথায়, 'চার ঘণ্টা পর তারা এসে জিজ্ঞেস করল, 'তোমার কী বলার আছে?' আমি শুধু বললাম, ‘শুধু আমাকে গুগল করুন। তখন তারা এতটাই বিব্রত হয় যে তারা আমাকে আমার উত্তরাধিকার, আমার ঠাকুর্দা এবং আমার বাবা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে।’
নীলের সাম্প্রতিক ছবি
সম্প্রতি নীলকে জি ফাইভের অ্যাকশন কমেডি 'হিসাব বারাবার'-এ দেখা যাচ্ছে। অশ্বিনী ধীর পরিচালিত এই ছবিতে আর মাধবনের পাশাপাশি অভিনয় করেছেন কীর্তি কুলহারি, রেশমি দেশাই এবং ফয়জল রশিদ। গল্পটি একজন রেলওয়ে টিকিট পরীক্ষককে অনুসরণ করে যিনি ছোটখাটো ব্যাংক লেনদেনের বৈষম্য উন্মোচন করেন। মূলত দুর্নীতিকে কেন্দ্রে রেখেই এই ছবি।