বাংলা নিউজ > বায়োস্কোপ > 'সংঘ পরিবারের জন্য রণদীপ ইতিহাস বিকৃত করছেন', দাবি নেতাজির ফরওয়ার্ড ব্লকের

'সংঘ পরিবারের জন্য রণদীপ ইতিহাস বিকৃত করছেন', দাবি নেতাজির ফরওয়ার্ড ব্লকের

'সংঘ পরিবারের জন্য রণদীপ ইতিহাস বিকৃত করছে', দাবি নেতাজির ফরওয়ার্ড ব্লকের

Swatantra Veer Savarkar: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে স্বতন্ত্র বীর সাভারকর ছবির টিজার। সেখানে রণদীপ হুডা তাঁর পোস্টের ক্যাপশনে লেখেন নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি সাভারকরের থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। এরপরই শুরু হয় বিতর্ক। অনেকেই এটার বিরোধিতা করেন। অবশেষে নেতাজির পার্টি এই ছবির বিরোধিতা করল।

‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবিটির টিজার সহ পোস্টার কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে রণদীপ হুডাকে। তিনিই এই ছবির পরিচালনা করেছেন। পরিচালক হিসেবে ডেবিউ সারলেন এই ছবির মাধ্যমেই। ‘স্বতন্ত্র বীর সাভারকর’ ছবির টিজার পোস্ট করে তিনি লেখেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু নাকি সাভারকরের থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। এটার পর থেকেই বিতর্ক দানা বেঁধেছে। চন্দ্রচূড় ঘোষ, স্বস্তিকা মুখোপাধ্যায় ইতিমধ্যেই এটার বিরোধিতা করেছেন। এবার ভুল তথ্য প্রচারের জন্য সরব হল ফরওয়ার্ড ব্লক।

রণদীপ হুডা ভারতীয় ইতিহাসকে বিকৃত করে তাঁর ছবিতে দেখাচ্ছেন বলেই অভিযোগ করা হয়। নেতাজির প্রতিষ্ঠিত দল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক একটি বিজ্ঞপ্তি জারি করে রীতিমত এই ছবিতে প্রদর্শিত তথ্য যে ভুল সেটাকে কটাক্ষ করেছে। তাদের দাবি এখানে ভুল তথ্য পরিবেশিত হচ্ছে।

তাদের বিজ্ঞপ্তিতে বলা হয়, যতই রণদীপ তাঁর ছবির পোস্টে বলুন না কেন ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু সাভারকরের থেকে অনুপ্রাণিত হয়েছিলেন আদতে তাঁরা ভিন্ন আদর্শে বিশ্বাসী ছিলেন। ফলে এখানে যে তথ্য দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়, 'কিছু চিত্র পরিচালক সংঘ পরিবারের ভাবনাকে কাজে লাগিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ছবিগুলো বানাচ্ছে। সাভারকরকে নিয়ে রণদীপ হুডা যে ছবি বানিয়েছে সেটার টিজারও একই দিকে ইঙ্গিত করছে।'

তাঁদের মতে সুভাষচন্দ্র বসু সবসময় ব্রিটিশদের বিরোধিতা করেছেন। তিনি সশস্ত্র সংগ্রামে কথা বলতেন, ভারতীয় সৈনিকদের উদ্বুদ্ধ করতেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য। অন্যদিকে সাভারকরকে একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছিল দয়া পিটিশন দাখিল করার জন্য। তিনি ব্রিটিশদের হয়ে কাজ করতে চেয়েছিলেন বলেও তারা তাদের বিজ্ঞপ্তিতে জানান। ফলে দুটোর মধ্যে যে বিপুল বৈপরীত্য ছিল সেটা তারা তাদের এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেয়।

এই বিজ্ঞপ্তিতে নেতাজির বই 'দ্য ইন্ডিয়ান স্ট্রাগল' এর উল্লেখ করা হয়। সেখান থেকে কোট করে বলা হয় নেতাজি সাভারকর আর মহম্মদ আলি জিন্নার এই সাক্ষাৎকার কোন চোখে দেখতেন। একই সঙ্গে বলা হয় সাভারকরের উদ্যোগে কীভাবে হিন্দুরা ব্রিটিশদের থেকে মিলিটারি ট্রেনিং নিয়েছিল সেই কথাও।

একদিকে সাভারকর যখন হিন্দুত্ববাদ এবং হিন্দু রাষ্ট্র নিয়ে কথা বলতেন তখন নেতাজি বলতেন ধর্ম যাঁর যাঁর নিজের ব্যাপার, কিন্তু রাজনীতি সবসময় অর্থনৈতিক দিক, রাজনৈতিক এবং বৈজ্ঞানিক বিষয় ভাবনা চিন্তা করেই করা উচিত। ফলে ফরওয়ার্ড ব্লকের তরফে এই বিজ্ঞপ্তিতে বলা হয়, 'নেতাজি এবং সাভারকর একে অন্যের থেকে অনেকটাই আলাদা ছিলেন। নেতাজি সেক্যুলারিজমের হয়ে সওয়াল করতেন। আর সাভারকর ধর্মে।'

বন্ধ করুন