বাংলা নিউজ > বায়োস্কোপ > Lust Stories 2: ‘টেস্ট ড্রাইভ জরুরি’! বিয়ের আগে যৌনতার পক্ষে সওয়াল নীনার, আসছে ‘লাস্ট স্টোরিজ ২’

Lust Stories 2: ‘টেস্ট ড্রাইভ জরুরি’! বিয়ের আগে যৌনতার পক্ষে সওয়াল নীনার, আসছে ‘লাস্ট স্টোরিজ ২’

লাস্ট স্টোরিজ ২-এর টিজার প্রকাশ্যে 

Lust Stories 2: পর্দায় জমবে রিয়েল লাইফ জুটি তামান্না-বিজয়ের রোম্যান্স। যৌন আকাঙ্খার প্রেক্ষাপটে সাজানো গল্প নিয়ে ফিরছে ‘লাস্ট স্টোরিজ’।

নেটফ্লিক্সে হইচই ফেলেছিল যৌন আকাঙ্খার প্রেক্ষাপটে সাজানো চারটি ভিন্ন গল্প নিয়ে তৈরি ছবি ‘লাস্ট স্টোরিজ’। প্রেম নয়, কামকেই প্রাধান্য দেওয়া হয়েছিল সেই সব কাহিনিতে। অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে, ভিকি কৌশল, কিয়ারা আডবানি, ভূমি পেদনকররা। দীর্ঘ পাঁচ বছর পর জনপ্রিয় এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম হাজির করছে ‘লাস্ট স্টোরিজ’-এর সিকুয়েল, মঙ্গলবার প্রকাশ্যে এল টিজার।

এই অ্যান্থোলজিতে দেখা মিলবে নীনা গুপ্তা, কাজল, তামান্না ভাটিয়া, ম্রুণাল ঠাকুর, তিলোত্তমা সোম ও অম্রুতা সুভাষের মতো অভিনেত্রীদের। থাকছেন তামান্নার চর্চিত প্রেমিক বিজয় বর্মাও। দুজনের অনস্ক্রিন রোম্যান্সের ঝলকও উঠে এল ছবির টিজারে। ছবিতে জুটি হিসাবে তামান্না-বিজয় ছাড়াও থাকছেন ম্রুণাল ও অঙ্গদ বেদী। 

টিজারের শুরুতেই নীনা গুপ্তার ফাটাফাটি সংলাপে হাঁ সকলে। ছবির টিজারে বিয়ের আগের যৌনমিলনকে ‘টেস্ট ড্রাইভ’ বলা হয়েছে। এবং হবু বউমা খুঁজতে গিয়ে বিয়ের আগে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার পক্ষেই সওয়াল করলেন নীনা। যা শুনে হয়রান তাঁর অনস্ক্রিন পুত্রও! নীনা গুপ্তার চরিত্রকে বলতে শোনা গেল, ‘ছোট গাড়ি কেনার আগেও তো টেস্ট ড্রাইভ করা হয়। তাহলে বিয়ের আগে কেন নয়?’ এ কথা শুনে হাসি চাপতে পারেননি কাজল। ছেলের পালটা জবাব, ‘মা কী ভুলভাল বকছো?’ ছাড়ার পাত্রী নন নীনাও। তিনি উলটে বলে বসেন, ‘আচ্ছা, যেটা করার জন্য তোর জন্ম হয়েছে সেটাই ভুলভাল হয়ে গেল?’

‘লাস্ট স্টোরিজ’ পরিচালনার দায়িত্বে ছিলেন, অনুরাগ কশ্যপ, জোয়া আখতার, করণ জোহর ও দিবাকর বন্দ্যোপাধ্যায়। এবার সম্পূর্ণ পৃথক চার পরিচালকের হাতে রয়েছে এই দায়িত্ব। যৌনতা আর ভালোবাসা পরস্পরের পরিপূরক, সেক্স নিয়ে ফ্যান্টাসি মোটেই অচ্ছ্যুৎ নয়, সেই বার্তাই এবার দেবেন আর.বালকি, সুজয় ঘোষ, কঙ্কনা সেনশর্মা এবং অমিত রবিন্দেরনাথ শর্মা। আগামী ২৯শে জুন থেকে স্ট্রিমিং শুরু হবে ‘লাস্ট স্টোরিজ ২’-এর।