বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম তাঁর কেরিয়ারে অনেক হিট গান উপহার দিয়েছেন। সোনু নিগম তার গানের পাশাপাশি, তাঁর বলা নানান বক্তব্যের কারণেও হামেশা এসেছেন খবরে। তবে এবার চর্চায় সোনুর ১৭ বছরের ছেলে। যাকে দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না নেটপাড়া।
সোনু নিগম তাঁর ১৭ বছরের ছেলে নিভানের কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। এই ছবিগুলিতে নিভানের আশ্চর্য রূপান্তর দেখে সকলেই অবাক। এমনকী, ছেলের আগের ও পরের, দুরকম চেহারা-র ছবিই শেয়ার করে নিয়েছেন গায়ক। থলথলে চর্বিওয়ালা শরীরের থেকে কীভাবে অমন সিক্সপ্যাক হল নিভানের, সেটাই জানার চেষ্টায় নেট-নাগরিকরা।
নিভান নিগমের এই ছবিগুলি শেয়ার করে বাবা সোনু নিগম একটি হৃদয়গ্রাহী ক্যাপশন লিখেছেন। যেখানে সোনু লিখেছেন, ‘ঈশ্বর তোমাকে সবসময় তাঁর আশ্রয়ে রাখুক আমার সন্তান। আজ আমি শুধু তোমাকে আশীর্বাদ পাঠাতে পারি। তোমার প্রথম পোস্টের জন্য অভিনন্দন।’
সোনুর এই পোস্টে স্বপ্নিল যোশী লেখেন, ‘ওয়াও! দারুণ পরিবর্তন! অভিনন্দন ও শুভেচ্ছা।’ মন্তব্য করেছেন সংকেত ভোঁসলেও। একই সঙ্গে এই পোস্টটি লাইক করেছেন ফিটনেস ফ্রিক টাইগার শ্রফও।
নিভান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ডেবিউ করলেন, এই পোস্ট দিয়েই। সেখানে তিনি নিজের এই পরিবর্তন প্রকাশ করে লেখেন, ‘গত ২ বছরে, যেভাবে নিজেকে বদলেছি’। এই পোস্টে টাইগার লেখেন, ‘দারুণ কাজ করেছ ভাই’।
নিভানের পোস্টে কমেন্ট করেছেন সোনুর স্ত্রী মধুরিমাও। তিনি লেখেন, ‘আমার সোনা ছেলে দারুণ পরিশ্রম করেছে, আর কোনো প্রকার প্রশংসাই এর জন্য যথেষ্ট নয়। অনেকটা ডেডিকেশন দরকার হয়। তোমার জন্য গর্বিত আমরা।’ অনেকেই জানতে চেয়েছেন, সোনু-পুত্রের ওজন কমানোর রহস্য।
মাত্র চার বছর বয়সে 'কোলাভরি ডি' গেয়ে সবাইকে চমকে দিয়েছিল ছোট্ট নিভান। তাঁকে নিয়ে সেই সময় মাতামাতি শুরু হয় দেশজুড়ে। বাবার সঙ্গে সেইসময় স্টেজ শেয়ারও করছিলেন নিভান বেশ কয়েকবার মাঝে শোনা গিয়েছিল, ভারত ছেড়ে পাকাপাকিভাবে দুবাইতে থাকে গায়কের ছেলে। সোনু নিজেই সেকথা জানিয়েছিলেন। এমনকী, ছেলে যে সেই দেশে গেমার (Gamer) হিসেবে বেশ নামডাক করেছেন, সেকথাও জানিয়েছিলেন তিনি।
ছেলেকে নিয়ে বছর তিন আগে সোনু জানিয়েছিলেন, তিনি নিজেই চান না, তাঁর ছেলে সংগীতশিল্পী হোক। আর যদি সে একান্তই মিউজিককে পেশা হিসাবে বেছে নেয়, তাহলে ভারতে থেকে কাজ করুক। যদিও সোনু আরও জানিয়েছিলেন, কখনোই ছেলের উপর জোর করে কিছু চাপাবেন না তিনি।