বাংলা নিউজ > বায়োস্কোপ > Trina Vs Dipanwita: দীপান্বিতা দিদি বলে ডাকায় খারাপ ব্যবহার তৃণার,‘বড্ড অহংকারি গুনগুন' দাবি ভক্তদের

Trina Vs Dipanwita: দীপান্বিতা দিদি বলে ডাকায় খারাপ ব্যবহার তৃণার,‘বড্ড অহংকারি গুনগুন' দাবি ভক্তদের

কী নিয়ে বিবাদ গুনগুন আর খুকুমণির?

Trina Vs Dipanwita: শুধু বয়সে বড় হলেই কি ‘দিদি’ বলে সম্বোধন করতে হয়? তৃণা- দীপান্বিতার ঝামেলা ঘিরে  হইচই টেলিপাড়ায়। 

কখনও মৌনি আবার কখনও কোয়েলের আগমনে, গত কয়েক সপ্তাহ ধরে চড়চড়িয়ে বেড়েছে ডান্স ডান্স  জুনিয়রের টিআরপি। খুদেদের নাচে মুগ্ধ দর্শক, তবে শুরু থেকেই এই শো-এর ক্যাপ্টেনরা থেকেছেন বিতর্কে। নাচতেই জানে না ক্যাপ্টেন হয়ে’ এমন কটাক্ষের শিকার হয়েছেন তৃণা সাহা, অভিষেক বসুরা। ফের একবার ক্যাপ্টেনদের জন্য চর্চায় এই রিয়ালিটি শো। 

ঘটনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন ক্য়াপ্টেন তৃণা এবং ক্যাপ্টেন দীপান্বিতা। চলতী সপ্তাহে ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে শুরু হয়েছে ক্যাপ্টেন বনাম ক্যাপ্টেন প্রতিযোগিতা। আর সেই নাচের প্রতিযোগিতা ঘিরেই কার্যত বাকযুদ্ধে জড়ালেন শো-এর দুই মহিলা ক্যাপ্টেন। অনুষ্ঠানের ফাঁকে দীপান্বিতা আচমকাই ‘দিদি’ বলে সম্বোধন করে বসেন তৃণাকে। এটা মোটে পছন্দ হয়নি তৃণার। ওমনি অদ্ভূতভাবে প্রতিক্রিয়া দিয়ে বসেন ক্যাপ্টেন তৃণা। তাঁকে বলতে শোনা যায়, আমি এখানে কারুর দিদি নই, আমরা এখন পরস্পরের প্রতিদ্বন্দ্বী। তৃণার এই আচরণ অনেকেরই দৃষ্টিকটূ লেগেছে। সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে আলোচনা তুঙ্গে। অনেক তৃণা ভক্তও বিষয়টি নিয়ে দীপান্বিতার পাশে দাঁড়িয়েছেন, তৃণা অকারণে যে ব্যবহার করল তা হজম হচ্ছে না কারুর। 

উল্লেখ্য, খুকুমণি হোম ডেলিভারির সুবাদে রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন দীপান্বিতা। খুকুমণির সংলাপ আজও সুপারহিট। অন্য়দিকে তৃণা দীর্ঘদিন ধরে কাজ করছেন টেলিপাড়ায়। বয়সে সিনিয়র না হলেও অন্তত অভিজ্ঞতার দিক থেকে তৃণা অনেক বেশি সিনিয়ার। তাই সম্মান জানাতে ‘দিদি’ বলে কিছু ভুল করেননি দীপান্বিতাা- লিখেছেন অনেকেই।

নেটপাড়ায় ইতিমধ্যেই কাটাছেঁড়া চলছে ওই দিনের এপিসোড নিয়ে। অনেকেই তৃণার নামের পাশে ‘ অহংকারি’, ‘বেয়াদপ’, ‘দাম্ভিক’-এর মতো তকমা সেঁটে দিচ্ছে। তবে অনেকে অবশ্য দাবি করেছেন, অনান্য রিয়ালিটি শো-এর মতো এই ঝামেলাও নেহাত স্ক্রিপ্টেড। এর সঙ্গে বাস্তবের কোনও যোগ নেই। তৃণা আর দীপান্বিতা দুজনেই ভালো বন্ধু। এইগুলো পুরোটাই টিআরপি বাড়ানোর ফন্দি। ক্যাপ্টেন বনাম ক্যাপ্টেন লড়াইয়ের মধ্যে দুজনের ব্যক্তিগত সম্পর্কেও অবনতি হয়েছে এটা দেখানোর চেষ্টা করা হয়েছে মাত্র, বলছেন অনেকেই। 

 

 

 

বন্ধ করুন