বাংলা নিউজ > বায়োস্কোপ > Mahalaya: ‘চন্দননগরের লাইটিংটা সেরা বানিয়েছে’, মহালয়ার অনুষ্ঠান দেখে বিরক্ত দর্শক, শুধু মন কাড়লেন শোলাঙ্কি

Mahalaya: ‘চন্দননগরের লাইটিংটা সেরা বানিয়েছে’, মহালয়ার অনুষ্ঠান দেখে বিরক্ত দর্শক, শুধু মন কাড়লেন শোলাঙ্কি

কেমন হল মহালয়া? 

জি বাংলার চেয়ে এগিয়ে থাকল স্টার জলসার ‘যা চণ্ডী’। আজকের দুর্গা রূপে শোলাঙ্কিকে দেখে মুগ্ধ দর্শক। 

মহলয়ার অনুষ্ঠান নিয়ে চ্যানেলে চ্যানেলে জোর টক্কর। কে কাকে মাত দেবে? সেই নিয়ে বিস্তর আলোচনা। স্টার জলসার এই বছরের নিবেদন ছিল ‘যা চণ্ডী’, অন্যদিকে জি বাংলায় দেখা গেল ‘সিংহবাহিনী ত্রিনয়নী’। টিআরপি রিপোর্ট বলবে কোন অনুষ্ঠান বেশি দর্শক টেনেছে, তবে সোশ্যাল মিডিয়ায় মহালয়া নিয়ে মতামতার শেষ নেই।

সমালোচনার শিকার সব চ্যানেলের মহালয়াই। দূরদর্শনের পুরোনো মহালয়ায় যে ‘ভালো লাগা’ ছিল সেটা বড্ড মিসিং, দাবি নেটপাড়ার। পাশাপাশি মহালয়ার চটকদার অনুষ্ঠান নিয়ে ট্রোলিং-এর বন্য সর্বত্র। তুল্যমূল্য বিচারে স্টার জলসার ‘যা চণ্ডী’ এই বছর এগিয়ে থাকল অনেকখানি।

স্টার জলসা এই বছর একটু অন্যভাবে মহালয়া উপস্থাপন করেছে। বিশেষত মহালয়ার শেষে রয়েছে মহা-টুইস্ট। শুভ বনাম অশুভর লড়াই আজও বর্তমান। নারীকে প্রতিনিয়ত লড়তে হচ্ছে চারপাশের অসুরদের সঙ্গে। শেষ কয়েক মুহূর্তেই ‘আজকের দুর্গা’ হয়ে চমকে দিয়েছেন শোলাঙ্কি। ‘খড়ি’র প্রশংসায় পঞ্চমুখ দর্শক। অনেকর মতে সোনামণিকে ছাপিয়ে গিয়েছেন শোলাঙ্কি।

শোলাঙ্কির বাজিমাত
শোলাঙ্কির বাজিমাত

অন্যদিকে জি বাংলায় এই বছরও দেবী দুর্গা রূপে এবারও ধরা দিয়েছেন শুভশ্রী। শুরু থেকেই শুভশ্রীর কাস্টিং নিয়ে অনেকেই নাক সিঁটকেছেন। পরপর দু-বার শুভশ্রীকে দুর্গা হিসাবে দেখে খুশি নন অনেকেই। একজন নেটিজেন লিখেছেন, ‘চন্দননগরের লাইটিংটা দুর্দান্ত, তা কটা অর্ডার এল?’ নিম্নমানের ভিএফএক্স-কে কটাক্ষ করে অপর এক নেটিজেন লেখেন- ‘এ তো মার্বেলের চেয়েও সেরা ভিএফএক্স…. এমন ভিএফএক্স দেখে চক্ষুচড়কগাছ।’ কেউ কেউ তো নির্মাতাদের উদ্দেশে লিখেছেন, ‘আগে মহিষাসুরমর্দিনীর গল্পটা পড়ে আসুন, তারপর এইসব টেলিকাস্ট করবেন’।

ট্রোলড শুভশ্রী 
ট্রোলড শুভশ্রী 

স্টার জলসা ও জি বাংলার পাশাপাশি কালার্স বাংলাতেও সম্প্রচারিত হয়েছে মহালয়া স্পেশ্যাল অনুষ্ঠান 'দেবী দশমহাবিদ্যা'। সেখানে মহিষাসুরমর্দিনী হিসাবে ধরা দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অনেক নেটিজেনদের মতেই, মহালয়ার অনুষ্ঠানে অভিনেত্রীদের ‘গয়নার দোকান’ বানিয়ে দেওয়া হয়েছে।ঋতুপর্ণাকে অনেকেই ‘বুড়ি দুর্গা’ বলে ট্রোল করেছেন। তবে ট্রোল আর্মিরা সবচেয়ে বেশি আক্রমণ শাণিয়েছেন কালার্সের দেবী ধূমাবতী মানে অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়কে। ‘কার্টুন’ লাগছে ধূমাবতী দেবীকে, লিখেছেন নেটিজেনরা।

আপনাদের কোন মহালয়ার অনুষ্ঠানটি অধিক পছন্দ হল? আদ্যাশক্তি কোন রূপে মুগ্ধ হলেন? নেটিজেনদের রায়ে এগিয়ে থাকল ‘যা চণ্ডী’। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.