বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম’ বলে কটাক্ষ,নাগার থেকে ৫০ কোটি হাতিয়েছেন সামান্থা? এল পালটা জবাব

‘ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম’ বলে কটাক্ষ,নাগার থেকে ৫০ কোটি হাতিয়েছেন সামান্থা? এল পালটা জবাব

নাগা ও সামান্থা

কিন্তু এই কুৎসিত ট্রোলের পালটা যা জবাব দিলেন অভিনেত্রী তা মুগ্ধ করবে আপনাকে!

২০২১ সালের অন্যতম শকিং নিউজ নাগা চৈতন্য ও সামান্থা প্রভুর ডিভোর্সের খবর! দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির এই আদর্শ দম্পতির সম্পর্কটা এভাবে ভেঙে যাবে তা ফ্যানেরা এক্কেবারেই বিশ্বাস করতে পারেননি। কেন ভাঙল দুজনের সুখী গৃহকোণ? সেই নিয়ে কোনও স্পষ্ট জবাব নেই। তবে নাগা চৈতন্যর সাম্প্রতিক পোস্ট দেখে অনেকেরই ধারণা ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে সামান্থার যৌন দৃশ্যে অভিনয় করাটা একদম হজম করতে পারেননি নাগা। সেই বিতর্কের আঁচ ঠাণ্ডা হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় কুৎসিত ট্রোলের শিকার সামান্থা (Samantha Ruth Prabhu)। 

এক টুইটার ইউজার অভিনেত্রীকে ‘গোল্ড ডিগার’ বলে কটাক্ষ করেন। তাঁর কথায়, নাগাকে ডিভোর্স দিতে ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সামান্থা। শুধু তাই নয়, তিনি সামান্থাকে ‘ডিভোর্সি সেকেন্ড হ্যান্ড আইটেম' বলেও আক্রমণ করতে ছাড়েননি। 

সামান্থার জবাব
সামান্থার জবাব

এই ট্রোলের জবাব দিতে ভোলেননি সামান্থা। তবে এমন নিম্নরুচির ট্রোলিংয়ের জবাব দিতে গিয়ে যে ধৈর্যশীলতা এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সামান্থা তাতে মুগ্ধ সকলেই। এই ট্রোলের জবাবে সামান্থা লেখেন, ‘ভগবান তোমার মঙ্গল করুক’।

গত ২রা অক্টোবর চার বছরের দাম্পত্য ইতি টানাবার ঘোষণা করেন নাগা-সামান্থা। যৌথ বিবৃতিতে তাঁরা লেখেন,,‘অনেক আলোচনা এবং চিন্তাভাবনার পর আমি এবং নাগা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক দশকেরও বেশি সময় ধরে আমরা বন্ধু। আমি বিশ্বাস করি, সেই বন্ধুত্বই আমাদের মধ্যে এক বিশেষ সম্পর্ককে বাঁচিয়ে রাখবে। এই কঠিন সময়ে আশা করি আমাদের শুভানুধ্যায়ী, বন্ধু এবং সংবাদমাধ্যম আমাদের সমর্থন করবে এবং গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করবে। পাশে থাকার জন্য ধন্যবাদ।’ 

তবে ডিভোর্সের ঘোষণার পর থেকেই ট্রোলিং থামছে না সামান্থাকে ঘিরে। যদিও ফ্যানেরা পাশে রয়েছেন অভিনেত্রীর। ব্যক্তিগত আক্রমণ নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘ডিভোর্স একটা যন্ত্রণাদায়ক যাত্রা, দয়া করে আমাকে নিজের ক্ষত গুলো সারিয়ে তুলতে একটু একাকীত্ব দিন। আমার উপর ব্যক্তি আক্রমণ লাগাতার চলছে। কিন্তু জেনে রাখুন কোনও কিছুই আমাকে ভাঙতে পারবে না’। 

 

বন্ধ করুন