বাংলা নিউজ > বায়োস্কোপ > Sidharth-Kiara Reception Update: 'যাক সিদ্ধার্থ-কিয়ারা অন্তত কিপটে নয়', ভিক্যাট-রালিয়াকে ট্রোল করল নেটিজেনরা

Sidharth-Kiara Reception Update: 'যাক সিদ্ধার্থ-কিয়ারা অন্তত কিপটে নয়', ভিক্যাট-রালিয়াকে ট্রোল করল নেটিজেনরা

শুরু রিসেপশন পর্ব

Sidharth-Kiara Reception: ‘দিলদরিয়া’ নবদম্পতি সিদ্ধার্থ-কিয়ারা, ‘কিপটেমি’ করে বিয়ের রিসেপশন বাতিল না করায় দরাজ প্রশংসা নেটিজেনদের। 

গত ৭ই ফেব্রুয়ারি রাজস্থানে রাজকীয় বিয়ে সেরেছেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের পর্ব মেটবার এবার পালা সেই বিয়ের ফাটাফাটি সেলিব্রেশনের। রবিবাসরীয় সন্ধ্যায় মুম্বইয়ের সাত তারা হোটেল সেন্ট রেজিস হোটেলে বসেছে বিয়ের গ্র্যান্ড রিসেপশন। তারকা দম্পতি এদিন জমিয়ে পোজ দেবেন মিডিয়ার জন্য। সেজে উঠেছে হোটেলের বাইরের লবি। সাদা ফুলে সাজানো সেই রিসেপশন ভেনুর সামনে লেখা সিদ্ধার্থ-কিয়ারার নামের আদ্যক্ষর S এবং K। সেই ছবি আর ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে পাপারাৎজিদের সুবাদে।

যা দেখে সোশ্যাল মিডিয়ার ট্রোলের মুখে বলিউডের অনান্য জুটিরা। ‘রণলিয়া’ থেকে ‘ভিক্যাট’, এমনকি করণের অপর স্টুডেন্ট বরুণ ধাওয়ান কেউই বাদ পড়লেন না। আসলে গত বছর বিয়ের পর্ব সেরেছিলেন রণবীর-আলিয়া। ২০২১-এর ডিসেম্বরে সাত পাক ঘোরেন ভিক্যাট। তার আগে ২০২১-এর জানুয়ারিতে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ-নাতাশা। কিন্তু কোনও বলিউড জুুটি বিয়ের কোনওরকম সেলিব্রেশনের আয়োজন করেননি। নমো নমো করে বিয়ে সেরেই ক্ষান্ত তাঁরা। এই কারণেই এই জুটিদের নামের পাশে ‘কিপটে’ তকমা সাঁটল নেটপাড়া। অন্যদিকে সিদ্ধার্থ-কিয়ারা জুটিকে ‘দিলদরিয়া’ আখ্যা দিল সোশ্যাল মিডিয়া ইউজাররা।

একজন লেখেন, ‘যাক একটা বলিউড জুটি তো পাওয়া গেল, যারা কিপটে নয়। অন্তত বিয়েতে লোক খাওয়াচ্ছে’। অপর এক নেটিজেন লেখেন, ‘উফ… কত যুগ পর একটা বলিউড বিয়ের সেলিব্রেশন। সিড-কিয়ারার প্রশংসা করেতই হয়’। অনেকেই নবদম্পতির প্রথম ঝলকের প্রতীক্ষায়। ইতিমধ্যেই অতিথিরা আসতে শুরু করেছেন। ভেনুতে দেখা মিলল অভিষেক বচ্চনের। 

আরও পড়ুন- এক লাফে ৫০% বাড়ল ‘পাঠান’-এর আয়, ১০০০ কোটির ক্লাবে ঢুকে ইতিহাস গড়বেন শাহরুখ?

<p>সিড কিয়ারার রিসেপশনে হাজির অভিষেক</p>

সিড কিয়ারার রিসেপশনে হাজির অভিষেক

গত বুধবার পরিবার ও ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে জয়সলমেরের সূর্যগড় প্যালেসে ডেস্টিনেশন বিয়ে সেরেছেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের পর নতুন বউকে নিয়ে দিল্লিতে নিজের বাড়ি পৌঁছেছেন সিদ্ধার্থ। সেখানে পরিবারের মানুষজনদের নিয়ে ঘরোয়া রিসেপশন পার্টিও করেছেন নবদম্পতি। এরপর শনিবার (গতকাল) মুম্বই ফেরেন জুটি। 

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের এই জশন-এ আমন্ত্রিত বলিউডের রথী-মহারথীরা। আম্বানি পরিবারের সঙ্গেও ঘনিষ্ঠ যোগ নতুন বউয়ের। আম্বানি কন্যা ইশার ছেলেবেলার বান্ধবী কিয়ারা। এদিন নবদম্পতিকে আর্শীবাদ দিকে হাজির হবে আম্বানি পরিবার, তেমনটাই জানা গেছে। প্রাক্তন প্রেমিকা আলিয়াকেও রিসেপশনে আমন্ত্রন জানিয়েছেন সিদ্ধার্থ, খবর বি-টাউন সূত্রে।

আরও পড়ুন-এত গোপনীয়তা সত্ত্বেও ফাঁস সিড-কিয়ারার রিসেপশনের কার্ড! জানুন দিনক্ষণ আর ভেনু

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন