বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonia Gazmer: ‘পদ্মপলাশ বা কাবো নয়, সারেগামাপা-র ট্রফি পাবে সোনিয়া’, মত নেটিজেনদের! তা হবে কি?

Sonia Gazmer: ‘পদ্মপলাশ বা কাবো নয়, সারেগামাপা-র ট্রফি পাবে সোনিয়া’, মত নেটিজেনদের! তা হবে কি?

কে জিতবে সারেগামাপা-র ট্রফি?

সারেগামাপা-র বিজেতা হিসেবে অনেকেই মনে করছেন কাবো বা পদ্মপলাশকে। তবে একাংশের ধারণা বাজি মেরে দিতে পারেন সোনিয়া ও তাঁর রকিং আওয়াজ। 

দেখতে দেখতে এসে গেল শেষের পালা। বিগত কয়েকমাস ধরে সপ্তাহান্তে দর্শক মনে জায়গা করে নিয়েছিল সারেগামাপা-র প্রতিযোগীরা। সুরের জাদুতে মুগ্ধ হত বাঙালিরা তো বটেই, বরং বলা চলে সংগীতপ্রেমীরা। ২৫ জনকে নিয়ে শুরু হয়েছিল যাত্রা। কড়া প্রতিযোগিতার শেষে ফাইনালে পৌঁছলেন মাত্র ৬জন। 

ফাইনালিস্ট হিসেবে আগেই নাম সামনে এসেছিল অ্যালবার্ট কাবো, পদ্মপলাশ হালদার আর বিমান বুলেটের। তারপর আরও দুজনকে বাছাই করার কথা থাকলেও ফেস অফ বা নম্বর এক হয়ে যাওয়ায় দুজনকেই একসঙ্গে ফাইনালে প্রবেশের অনুমতি দেওয়া হয়। 

সেমি ফাইনালের সবচেয়ে বড় চমক বলা চলে সোনিয়া গাজমেরকে। আউট হয়ে গিয়েছিল টপ ১০ থেকে। তবে এন্ট্রি নেন ওয়াইল্ডকার্ড হয়ে। ‘জানে যা ও মেরি জানে যা’ গেয়ে কড়া টক্কর দেন ময়ূরী, দীপ, অঙ্কিতদের। এরপর ফাইনালে রকিং আওয়াজে স্টুডিয়োতে উপস্থিত সকলকে মাতান ‘আজা আজা দিল্লি ছোড়ে’ দিয়ে। ঋদ্ধিমান আর অস্মিতা ৩৮ পায়, সেখানে ৩৯ নম্বর নিজের ঝুলিতে পুরে সোজা ফাইনালে পৌঁছে যান সোনিয়া। এমনটা যে হতে পারে তা অনেকেই বিশ্বাস করতে পারেননি। 

এদিকে যৌথভাবে ৩৮ পাওয়ায় বিচারকদের সম্মতিতে ফাইনালে পৌঁছয় ঋদ্ধিমান বিশ্বাস আর অস্মিতা কর। ফলত টপ ফাইভের জায়গায় গ্র্যান্ড ফিনালে হবে টপ সিক্স নিয়ে। আরও পড়ুন: বউ-বাচ্চা নিয়ে সারেগামাপা'র মঞ্চে অ্যালবার্ট কাবো, মন ভাঙলো মহিলা ভক্তদের!

আপাতত সোশ্যাল মিডিয়ায় কিন্তু সোনিয়ার অনুরাগীরা মনে করছেন তাঁর হাতে ট্রফি ওঠার চান্স আছে অনেকটাই। রক মিউজিক দিয়ে যে কারও মন ভোলাতে পারেন তিনি। তাই ট্রফি জেতার সম্ভাবনা অনেকটাই বেশি। 

প্রসঙ্গত, সারেগামাপা শেষ হলে সেই জায়গায় আসবে ডান্স বাংলা ডান্স। এবারেই এই ডান্স রিয়েলিটি শো-তে থাকছে একগুচ্ছ চমক। এক তো এবার বিচারকের আসনে বসছেন তিন নায়িকা- শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে যোগ দেবেন বলিউডের মৌনি রায়। এটাই প্রথম মৌনির প্রথম কাজ টলিউডে। সঞ্চালকের দায়িত্ব পালন করবেন অঙ্কুশ হাজরা। মহাগুরুর আসনে ফিরছেন মিঠুন চক্রবর্তী। মোট ২৪ জন প্রতিযোগী নিয়ে শুরু হবে এবারের সিজন। ১২ জন প্রাপ্তবয়স্কের সঙ্গে ১২ জন খুদে অংশগ্রহণ করছেন শুরুতে, যাদের আলাদাভাবে বিচার করা হবে। ধ্রুপদী নৃত্য থেকে হিপহপ, বলিউড থেকে সালসা-- সব ধরনের ডান্স ফর্ম থাকবে। সব মিলিয়ে নিসন্দেগে ধামাকেদার হতে চলেছে এবারের ডিআইডি বাংলা। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

১৭ বছর বয়সেই ব্যাডমিন্টনে প্রথম আন্তর্জাতিক খেতাব জয়! নজির গড়লেন আনমোল খরব ‘এক উদ্দেশ্যে লড়াই করা গোষ্ঠীর ১জনকে আলাদা করা…’, কিঞ্জল নন্দকে নিয়ে টলিপরিচালক মলত্যাগের সমস্যা ডেকে আনতে পারে ক্যানসার, বাঁচার উপায় বাতলে দিলেন চিকিৎসক 'CM বাইরে ভিজেছেন…', 'অতি বাম চিকিৎসকদের' ওপর বিরক্ত সার্ভিস ডাক্তার ফোরাম আজ বামন জয়ন্তী, কেন ভগবান বিষ্ণু নিয়েছিলেন বামন অবতার জেনে নিন সেই কাহিনি ‘সাড়ে ৯ মিনিটের বক্তব্যে ৭৬ বার ‘আমি’, উনি একজন আত্মকেন্দ্রিক মেগালোম্যানিয়াক’ ফিস বা চিকেন নয়, ইন্টারনেটে জনপ্রিয় গোলাপ পাকোড়া! ভাইরাল ভিডিয়ো ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য শান্ত-শাকিবদের কোটি টাকার পুরস্কার দিল দেশের সরকার আরজি করে চিকিৎসক খুনের মামলায় সন্দীপ গ্রেফতার হতেই সরব তৃণমূলের 'বিদ্রোহী নেতা' কেনিয়ার কোচ হওয়ার এক মাসের মধ্যেই ছাঁটাই সচিন, দ্রাবিড়দের প্রাক্তন সতীর্থ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.