মণিপুর কাণ্ড নিয়ে শোরগোল পড়ার পর সেই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন বিবেক অগ্নিহোত্রী। টুইটারে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। তিনি প্রতিবাদে সরব হলে নেটিজেনরা তাঁকে এই ঘটনার উপর ভিত্তি করে দ্য মণিপুর ফাইলস বানানোর পরামর্শ দেন। এবার তিনি সেই কথার উত্তর দিলেন। প্রসঙ্গত পরিচালক এদিন কাশ্মীরি পণ্ডিতদের হত্যা নিয়ে একটি পোস্ট করলে সেখানেই এমন দাবি করা হয়।
প্রসঙ্গত এদিন বিবেক একটি টুইট করে লেখেন, 'ভারতীয় আইন ব্যবস্থা অন্ধ এবং নীরব হয়ে যায় যখনই কাশ্মীরি হিন্দুদের হত্যার প্রসঙ্গ ওঠে। কাশ্মীরি হিন্দুদেরও যে বাঁচার অধিকার আছে, সংবিধান তাঁদের বেঁচে থাকার যে অধিকার দিয়েছে সেটা রক্ষা করতে বারবার বিফল হচ্ছে। ভারতীয় আইন ব্যর্থ তাঁদের নিরাপত্তা দিতে।' তাঁর এই পোস্টেই এক ব্যক্তি এসে লেখেন, 'এখন সময় নষ্ট না করে যদি সত্যিকারের পুরুষ হয়ে থাকেন তাহলে যান মণিপুর ফাইলস বানিয়ে দেখান।'
এই ব্যক্তির পরামর্শের উত্তরে বিবেক লেখেন, 'আমার উপর এত বিশ্বাস রাখার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু সব ছবি কি আমাকে দিয়েই বানাবেন? কেন তোমাদের টিম ইন্ডিয়ায় কি কোনও যথার্থ পুরুষ চিত্রপরিচালক নেই যিনি এই ছবিটা বানাতে পারেন?'
কিন্তু কী নিয়ে এত শোরগোল? সম্প্রতি প্রায় দুই মাসেরও বেশি পুরনো একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে দুজন কুকি জনজাতির আদিবাসী মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রকাশ্যেই তাঁদের দেহের বিভিন্ন অঙ্গে হাত দিচ্ছেন কিছু পুরুষ। এরপর তাঁদের ধর্ষণ করা হয়। এই বর্বর ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই ছিছিকার পড়ে গিয়েছে চারদিকে। প্রতিবাদে গর্জে উঠেছেন সকলেই।