ঘরে ফেরার গান-এর প্রিমিয়ারে গৌরব চট্টোপাধ্যায়ের পোশাক দেখে তো নেটপাড়ার চক্ষু চড়কগাছ। সাদা স্ট্রাইপ্ড শার্ট এর সঙ্গে স্ট্রেট জিনস পরে হাজির হয়েছিলেন। প্রিমিয়ারের রাতের ছবি শেয়ার করেন অভিনেতা, সঙ্গে দুটি পোস্টার। ক্যাপশনে লেখেন, ‘ঘরে ফেরার গান মুক্তি পেল। জলদি আপনাদের টিকিট বুক করুন।’
ইন করে শার্ট পরেছিলেন গৌরব। হাতে সোনালি রঙের ঘড়ি। চোখেও স্টিল রঙের ফ্রেমের চশমা। তবে নেটপাড়া এতদিন গৌরবকে স্টাইল আইকন হিসেবে মেনে এলেও এবার যেন কটাক্ষ করার কোনও সুযোগই ছাড়ল না। একজন লিখলেন, ‘এটা তো মেয়েদের জিন্স’। আরেকজন লিখলেন, ‘সত্যি হাস্যকর লাগছে’। তৃতীয়জন লিখলেন, ‘জলদি জলদি-তে যখন কেউ বউ-এর জিন্স পরে বাইরে চলে আসে তখন এরকমই দেখতে লাগে।’
আরেকজন আবার গৌরবের তুলনা করলেন টলিউডের আরেক অভিনেতা সৌরভ দাসের সঙ্গে। লিখলেন, ‘এতদিন টলিউডের মন্টু পাইলট সস্তার রণবীর সিং সাজছিল। এখন আমাদের ঋদ্ধিবাবুর মাথাতেও পোকা চেপেছে!’ আরও পড়ুন: ‘ব্যাড টেস্ট!’, উরফির অতরঙ্গি পোশাক একেবারেই পছন্দ করেন না রণবীর কাপুর
অরিত্র সেনের প্রথম ছবি ‘ঘরে ফেরার গান’। প্রবাসে কাটছিল ঋভু (গৌরব)-তোড়ার (ইশা) দাম্পত্য। কিন্তু সুখের অভাব না তাতে। এরপর বহুদিন দেশে না ফেরা, মিউজিশিয়ান ইমরান (পরমব্রত)-কে মন দিয়ে বসল তোড়া। ছবিতে চলে এল পরকীয়া। কার ঘরে ফেরা হয়, ইমরানের, নাকি ঋভুর নাকি তোড়ার সেটাই এখন দেখার। ১৭ মার্চ মুক্তি পেয়েছে ছবিখানা। আরও পড়ুন: বোনের বিয়ের মাঝে সিগারেটে সুখটান অনন্যার! ছবি অনলাইনে ছড়িয়ে পড়তেই কেলেঙ্কারি
এদিকে গৌরব ব্যস্ত তাঁর মেগা গাঁটছড়ার কাজে। স্টার জলসায় আসছে এই ধারাবাহিক। তাঁকে দেখা যাচ্ছে ঋদ্ধি সিংহরায়-এর চরিত্র, শোলাঙ্কি রায়-এর বিপরীতে। আপাতত দেখা যাচ্ছে ঋদ্ধির ছোট ভাইয়ের কুণালের বিয়ে হচ্ছে শোলাঙ্কি ওরফে খড়ির ছোট বোন বনি-র সঙ্গে। তবে ধারাবাহিকে কোনও বিয়েই তো আর সোজাপথে হয় না। এখনেও রয়েছে টুইস্ট। বনির সঙ্গে কুণালের এটা দ্বিতীয় বিয়ে। সঙ্গে নিজের রাগ করে কুণাল বাড়িও ছেড়েছে। তাই বনির মিথ্য়ে বিয়ের নাটক করে তাকে ফেরানো হবে ও ফের বিয়ে দেওয়া হবে। ধারাবাহিকের বয়স বছরখানেক হয়ে গেলেও এখনও টিআরপি-র সেরা দশে নিজেকে টিকিয়ে রাখতে সক্ষম এই মেগা। যদিও জি বাংলার জগদ্ধাত্রীর কাছে স্লট হারিয়েছে সেই কবেই। খুব সম্ভবত চলতি বছরেই শেষ করে দেওয়া হবে এই মেগা। তবে শোলাঙ্কি আর গৌরবের জুটি বেশ জনপ্রিয়।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)