বাংলা নিউজ > বায়োস্কোপ > Shatrughan-Sonakshi: ‘লজ্জায় মাথা হেঁট শক্রঘ্নর,লাফাচ্ছে মেয়ে’, সোনাক্ষীর বিয়ের অন্দরের ভিডিয়ো ভাইরাল হতে শুরু বিতর্ক

Shatrughan-Sonakshi: ‘লজ্জায় মাথা হেঁট শক্রঘ্নর,লাফাচ্ছে মেয়ে’, সোনাক্ষীর বিয়ের অন্দরের ভিডিয়ো ভাইরাল হতে শুরু বিতর্ক

‘লজ্জায় মাথা হেঁট শক্রঘ্নর,লাফাচ্ছে মেয়ে’, সোনাক্ষীর বিয়ের অন্দরের ভিডিয়ো ভাইরাল হতে শুরু বিতর্ক

Shatrughan-Sonakshi: অনিচ্ছা সত্ত্বেও মেয়ের বিয়েতে সামিল হয়েছেন শক্রঘ্ন ও তাঁর স্ত্রী, পুনম। সোনাক্ষীর বিয়ের ভিডিয়ো নিয়ে নতুন বিতর্ক, নিন্দকদের কী জবাব শক্রঘ্নর। 

গত কয়েকদিন ধরে আলোচনার শীর্ষে অভিনেত্রী সোনাক্ষী সিনহার ভিনধর্মের বিয়ে। মুসলিম পাত্রকে বিয়ে করায় নেটপাড়ার একাংশের রোষের মুখে পড়েছেন শত্রুঘ্ন সিনহা-কন্যা। সোনাক্ষীর বিয়ের আগে বাবা-মেয়ের মধ্যে সবকিছু ঠিক ছিল না, তার আঁচ মিলেছিল। তবুও মেয়ে-জামাইকে আর্শীবাদ দিতে পৌঁছেছিলেন বর্ষীয়ান অভিনেতা। আরও পড়ুন-জাহিরের সোহাগে মিশে সোনাক্ষীর আদর, বিতর্ক ভুলে একে অপরকে কাছে পেয়ে প্রেমে ডুব নব-দম্পতির

আসানসোলের তৃণমূল সাংসদ পরোক্ষে মেনেও নিয়েছেন বিয়ের আগে সব ঠিক ছিল না, কিন্তু মেয়ের পছন্দই তাঁর পছন্দ। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সোনাক্ষী-জাহিরের বিয়ের মুহূর্ত। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট মেনে বিয়ে করেছেন দুজনে। বিয়ের কাগজে সই করার পরেই আনন্দে লাফাতে শুরু করেন সোনাক্ষী, এরপর জাহিরের গলা জড়িয়ে ধরেন।

ঠিক সেই মুহূর্তেই উলটো দিকে মুখ ঘুরিয়ে নেন শক্রঘ্ন। ভিডিয়োতে তাঁকে খানিক উদাস দেখাচ্ছে বলেই মত নেটিজেনদের। এক জনৈক লেখেন, ‘হতে পারে আমি পুরোনোপন্থী, কিন্তু যদি আমার বাবা-মা আমার বিয়েতে খুশি না হয়, তাহলে সেই বিয়েটা আমার কাছে অর্থহীন। কারণ বিয়ে হল দুই পরিবারের মিলন উৎসব’।

অনেকেই সহমত হয়েছেন এই দাবির সঙ্গে। কেউ কেউ আবার বলছেন, মেয়ের রোম্যান্স দেখে লজ্জা পেয়েছেন সাংসদ। এটা নিয়ে কাটাছেঁড়ার দরকার নেই। এই ভিডিয়ো ঘিরে ইতিমধ্যেই শোরগোল। অনেকের দাবি, সোনাক্ষী ও জাহির একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছে, সেখানে অন্য কারুর অহেতুক নাক গলানোর দরকার নেই। 

এই বিতর্কের মাঝেই মেয়ের বিয়ের ছবি ও ভিডিয়ো শেয়ার করে একে 'শতাব্দীর সেরা বিবাহ' বলে অভিহিত করলেন শক্রঘ্ন। 

শত্রুঘ্ন সিনহার জবাব

শত্রুঘ্ন যে ভিডিয়ো শেয়ার করেছেন তার মধ্যে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে সোনাক্ষী ও জাহির হাত জোড় করে বসে আছেন এবং পুরোহিত মন্ত্রোচ্চারণ করছেন। অন্য একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে বিয়ের ভেন্যুতে সোনাক্ষীর গ্র্যান্ড এন্ট্রি। যেখানে ঐতিহ্য মেনে ফুলের চাদর মাথায় নিয়ে জাহিরের সামনে হাজির হন সোনাক্ষী। অন্য ছবিতে সন্ধ্যার রিসেপশনের ঝলক ধরা পড়েছে। 

ছবি ও ভিডিয়ো শেয়ার করে সোনাক্ষীর বাবা এক্স-এ লেখেন, 'আমাদের বিশেষ দিনটি আমাদের সঙ্গে উদযাপনের জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাতে চাই, আমরা কৃতজ্ঞ। আমাদের প্রিয় কন্যা সোনাক্ষী ও জাহির তাদের জীবনের সুন্দর যাত্রার নতুন অধ্যায় শুরু করেছে। যা আপনাদের উষ্ণতা, ভালবাসা, অভিনন্দন বার্তায় 'শতাব্দীর সেরা বিবাহ' হয়ে ওঠেছে বলে মনে হচ্ছে'। 

সোনাক্ষী এবং জাহির তাদের প্রিয়জনদের উপস্থিতিতে আইনি বিয়ে সারেন গত ২৩ শে জুন। সাত বছর আগে এই দিনেই প্রেমে বেঁধে থাকার প্রতিজ্ঞা করেছিলেন দুজনে। তাই সেইদিনেই স্বামী-স্ত্রী হিসাবে সফর শুরু করবেন। 

বিয়ের ফটোশ্যুটের ছবি পোস্ট করে, তাঁর জীবনের সেই বিশেষ দিন নিয়ে সোনাক্ষী লেখেন, ‘ কী দারুণ সেই দিন! প্রেম, হাসি, একতা, উত্তেজনা, উষ্ণতা মিশ্রণের পাশাপাশি আমাদের প্রত্যেক বন্ধু, পরিবার এবং কাছের মানুষদের সমর্থন ছিল… । এটা এমন একটা দিন যেদিন এই মহাবিশ্বে প্রেমে ভেসে থাকা দুটি মানুষের জীবন একত্রিত হল, যেটা তাঁরা সবসময় আশা করে ছিলেন , কামনা করেছেন এবং প্রার্থনা করেছিলেন। যদি এটা ঐশ্বরিক হস্তক্ষেপ না হয়... তাহলে কি তা আমরা জানি না। আমরা দুজনেই একে অপরকে পেয়ে সত্যিই ধন্য এবং এত ভালবাসা আমাদের রক্ষা করবে।’

বিয়ের পর প্রথম ছবি দিয়ে সোনাক্ষী সমস্ত বিতর্কের জবাব দিয়ে লিখেছিলেন, ‘এই দিনেই, সাত বছর আগে (২৩.৬.২০১৭)তে একে অপরকে চোখে হারিয়েছিলাম। আমরা এই ভালবাসাকে শুদ্ধ রূপ দিয়েছিলাম, এই ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছিলাম। আজ সেই ভালবাসা আমাদের সমস্ত বাধা পার করে এই জায়গায় নিয়ে এসেছে… যেখানে আমাদের দুজনের পরিবার এবং আমাদের নিজ নিজ দেবতার (ঈশ্বর-আল্লা) আশীর্বাদে… আমরা এখন স্বামী এবং স্ত্রী। এই বন্ধন এখন থেকে অনন্তকাল পর্যন্ত থাকবে…।'

বায়োস্কোপ খবর

Latest News

UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড কোনও টেস্ট সরছে না! পাকিস্তানেই হবে ইংল্যান্ড সিরিজ! জল্পনা ওরালেন PCB প্রধান… রিল রিয়েল মিলেমিশে একাকার, অনন্যার ওয়েব সিরিজে দেখা গেল কার বিয়ের দৃশ্য?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.