সোশ্যাল মিডিয়ায় আকছার কত জিনিস ভাইরাল। কখনও সেগুলো নেহাত মজা থাকে, কখনও আবার প্রতিবাদ, কখনও খালিই ভাইরাল হওয়ার তাগিদে কিছু পোস্ট করা। কিন্তু এদিন যেটা ভাইরাল হল সেটা একটু অন্যরকম। কী? বাঙালির অতি পরিচিত মিষ্টি ল্যাংচাকে লম্বা গুলাব জামুন বলায় হলদিরামসের উপর চটে লাল নেটপাড়া।
কী ঘটেছে?
এদিন এক ব্যক্তি এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে হলদিরামসের ল্যাংচার বক্সের ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে বক্সের উপর বড় বড় ইংরেজিতে লেখা থাকতে দেখা যাচ্ছে, 'লম্বা গুলাব জামুন'। আর এই শব্দেই আপত্তি বাঙালি নেটিজেনদের। কারণ এই মিষ্টিপ্রিয় জাতির অতি পছন্দের মিষ্টি ল্যাংচার নাম এভাবে বদলে দিয়ে বলা ভালো উত্তর ভারতের মিষ্টি গুলাবজামুনের আদলে রাখায় সেটা মানতে পারছে না। তাঁদের মতে বাংলায় ব্যবসা করতে হলে বাংলার জিনিসকে, বাংলার মিষ্টিকে তার নিজের নামেই ডাকতে হবে, বিক্রি করতে হবে।
আর সেই মর্মেই এদিন এই ব্যক্তি তাঁর পোস্টে লেখেন, 'ক্ষুদিরামের রক্তঘাম চেটে খায় হালদিরাম, বাঙালির পকেট কাটা বহিরাগত হালদিরাম বাঙালি মিষ্টি ল্যাংচার নাম বদলে লাম্বা গুলাব জামুন বানিয়ে বেওসা করছে। ধিক্কার জানাই বাঙালি বিদ্বেষী বহিরাগত হলদিরামসকে। সব বাঙালি একজোট হয়ে প্রতিবাদ করো।' ওঠে বয়কট হলদিরামসের স্লোগানও।
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে বাংলার পক্ষকে এবং গর্গ চট্টোপাধ্যায়কে মেনসন করেছেন। এক ব্যক্তি লেখেন, 'হলদিরামস যদি আপনারা বাংলার সংস্কৃতি, ভাষাকে শ্রদ্ধা জানাতে না পারেন তাহলে আসতে পারেন।' কেউ আবার লেখেন, 'বাংলা শেষ হতে বসেছে। ভোট নেওয়ার চক্করে পুরো হিন্দি কালচার ঢুকে পড়েছে।' কেউ আবার লেখেন, 'ওরা ব্যবসা করতে এসেছে, ল্যাংচা অনেক পরিচিত নাম। তাই ওরা নজর কাড়তে হাটকে কিছু রেখেছে। এতে অসুবিধা কোথায়?'
আরও পড়ুন: 'কলকাতায় যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ, কিন্তু...', আজও জলপাইগুড়িতেই পড়ে মিমির মন! ছোটবেলার কী কী মিস করেন?