লালবাজারে ধর্নারত চিকিৎসকদের পাশে স্বতঃস্ফূর্ত ভাবে এসে দাঁড়ালেন স্থানীয়রা। আর সেই ঘটনার একাধিক ছবিই এদিন রীতিমত ভাইরাল হয়ে যায় সোশ্যাল নেটওয়ার্কস। আর সেই ছবি, ভিডিয়ো দেখে সাধারণ মানুষের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
কী দেখা যাচ্ছে?
এদিন এক ব্যক্তি ২ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলা লালবাজারের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্নার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি সেই পোস্টের ক্যাপশনে লেখেন, 'সাহস বড় ছোঁয়াচে, আমার বাংলা, আমার কলকাতা।'
ছবিগুলোতে দেখা যাচ্ছে স্কুল পড়ুয়ারা নিজেদের জলের বোতল ধর্নাকারীদের হাতে তুলে দিচ্ছে। কোথাও আবার স্থানীয়রা স্যান্ডউইচ বানিয়ে চিকিৎসকদের হাতে তুলে দিয়েছেন। বাদ যাননি ওই চত্বরে থাকা বিভিন্ন চা বিক্রেতারাও। তাঁরাও নিজেদের মতো করে তাঁদের সাহায্য করেছেন, খাবার, জল দিয়েছেন। অন্যদিকে স্থানীয়রা বা যাঁদের বড় দোকানপাট আছে ওই চত্বরে তাঁরা ফোন চার্জ দিতে দেওয়া থেকে শুরু করে বাথরুম ব্যবহার করতে দিয়ে সব রকম ভাবেই জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, 'আমি সেদিন ওই ধর্নামঞ্চে যোগ দেওয়ার জন্য যাচ্ছি। স্কুল ফেরত এক পড়ুয়া রীতিমত মায়ের কাছে আবদার জুড়ল দাদাদের হেল্প করব বলে। তারপর নিজেই মায়ের হাত ছাড়িয়ে দৌড়ে গেল।'
কে কী বলছেন?
এই ছবিগুলো প্রকাশ্যে আসার পর নেট দুনিয়া প্রশংসায় ভেসে গিয়েছে। এক ব্যক্তি লেখেন, 'কুঁকড়ে থাকি, মুষড়ে থাকি, ইচ্ছে তবু শীর্ষে রাখি, প্রলোভনে ডাকাডাকি, উদাস আমি যুদ্ধ আঁকি, চলছে চলবে আমার অভিযান।' আরেকজন লেখেন, 'মন ভরে যায় এমন ছবি দেখলে। এটাই তো City of Joy।' তৃতীয়জন লেখেন, 'জীবনের এক পবিত্র মুগ্ধতা ভরিয়ে দিল।'