সম্প্রতি নেটপাড়ায় একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে। সময় রায়নার সেই কমেডি শোয়ের ভিডিয়োতে এক বাঙালি বিবাহিত মহিলাকে দেখা যাচ্ছে। তাঁর সঙ্গে রয়েছেন তাঁর এক বন্ধু। কিন্তু ঘটনা সেটা নয়, তাঁরা এই কমেডি শোতে এমন কিছু আচরণ করেছেন যেটা কেউই ভালো নজরে দেখেননি। বরং ভীষণ বিরক্ত হয়েছেন। কী ঘটেছে সেখানে?
আরও পড়ুন: জয়ার ফোন এলেই নার্ভাস হয়ে পড়েন অমিতাভ! বললেন, 'বাংলায় কথা বললে বোঝার ভান করি, কিন্তু আদতে...'
কী ঘটেছে?
এদিন যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক মহিলা লাল পোশাক পরে দাঁড়িয়ে। আর তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি কাঁচি দিয়ে তাঁর জামা বলা ভালো পেটের কাছে এবং বক্ষবিভাজিকার কাছে কাঁচি দিয়ে কাটছেন। আর তারপরই বিচারকের আসনে থাকা সময় রায়না এবং ভারতী সিং তাঁর সঙ্গে কথা বলেন। তখনই সেই মহিলা জানান তিনি বিবাহিত। তাঁর একটি ১৫ বছরের ছেলে আছে। এই কথা শুনে বিচারকরা অবাক হয়ে যান।
সময় সেই মহিলাকে বলেন, 'ছেলেদের ইগো খুব ভঙ্গুর হয়। ওদের প্রেমিকার দিকে কেউ তাকাক ওরা সেটাই চায় না। আর সেখানে আপনার বর কিছু বলল না?' জবাবে সেই মহিলা জানান তিনি বাড়িতে, বরকে না জানিয়েই এখানে এসেছেন। আর তারপরই তাঁর এই কথা শুনে, ভিডিয়ো দেখে বীতশ্রদ্ধ হয়েছেন নেটিজেনরা।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এই কমেডি শোতে দুটো মহিলা ভাইরাল হলেন, দুজনেই বাঙালি। আর দুজনেই নিজেদের খারাপ কন্টেন্ট, অসভ্য আচরণের জন্য ভাইরাল হলেন। ছিঃ! কী লজ্জার।' কেউ আবার লেখেন , 'গতকাল সময় রায়নার শোতে এক বিবাহিত বাঙালি হিন্দু মহিলার পোশাক কাটল তাঁর মুসলিম বন্ধু। উনি বিবাহিত এবং ওঁর একটি সন্তান আছে। অথচ উনি এখানে আসার আগে স্বামীকে একবারও জানানোর কথা মনে করেননি। এটা যদি কোনও মুসলিম মেয়ে করত?' আরেকজন লেখেন, 'মেয়েটির নাম প্রিয়াঙ্কা, আর ছেলেটির নাম মহম্মদ আদিল। আমরা কোন সমাজের দিকে এগোচ্ছি যে প্রকাশ্যে, একটা শোতে স্বামীকে উনি না জানিয়ে এলেন। আবার সবার সামনে ওঁর বন্ধু ওর জামা কাটছেন এভাবে!'