সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। এই হরর কমেডি সিনেমায় তৃপ্তির অভিনয় বেশ ভালই লেগেছে দর্শকদের। তবে ‘ভুলভুলাইয়া টু’ সিনেমার পর অনেকেই ভেবেছিলেন ‘ভুলভুলাইয়া’ সিনেমাতেও থাকবেন কিয়ারা, যদিও সেটি হয়নি। এর মধ্যেই আবার কিয়ারার পুরনো একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে কিয়ারা নিজেকে বহিরাগত বলে প্রকাশ করেছেন।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, কিয়ারা এবং কার্তিক সাক্ষাৎকার দিচ্ছেন। সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ করেই কিয়ারা বলেন, ‘সকলেই যে এত নেপোটিজম নিয়ে কথা বলে, তার আদৌ কোনও মানে দাঁড়ায় না। এই যে আমি বহিরাগত, আমাকেও তো করন জোহর সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞ ওঁর প্রতি, আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।’
(আরও পড়ুন: ‘জীবন রূপকথার গল্প নয়…’, লিখলেন পিঙ্কি ! তিনিই বলেছিলেন কাঞ্চন-শ্রীময়ীর ‘পরকীয়া’, কী হয়েছিল তখন)
ঠিক ওই একই ভিডিয়োর অন্য একটি অংশে দেখানো হচ্ছে, রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে কার্তিক বলছেন, ‘এখন সবাই নিজেকে বহিরাগত দেখানোর চেষ্টা করে। নেপোটিজমের ট্রোলের হাত থেকে বাঁচার জন্য এখন সকলে নিজেকে বলেন বহিরাগত।’ কার্তিক এই কথাটি কিয়ারারকে উদ্দেশ্য করে বলেছেন কি বলননি, তা স্পষ্ট নয়। তবে নেটিজেনরা দুটি ভিডিয়ো জুড়ে বেশ আলোচনার বিষয় পেয়েছেন তা স্পষ্ট!
কিয়ারার নিজেকে ‘বহিরাগত’ বলে অভিহিত করায় রীতিমত চটে গেছেন নেট দুনিয়ার বাসিন্দারা। কিয়ারাকে একজন তারকা সন্তান বলে অভিহিত করে একজন লিখেছেন, 'কিয়ারার আসল নাম আলিয়া। সলমন খান এই নাম দিয়েছিলেন তাঁকে। ভারতের সবথেকে ধনী ব্যক্তি শাহিদ জাফরির খুড়তুতো নাতনি হলেন কিয়ারা। মুকেশ আম্বানির মেয়ের বন্ধুও তিনি। অন্যদিকে জুহি চাওলা কিয়ারার পারিবারিক বন্ধু, অশোক কুমারের সৎ নাতনি হলেন কিয়ারা। এতকিছুর পর কী করে কিয়ারা বহিরাগত হন?
(আরও পড়ুন: ‘দুদিন আগে জন্মদিনে শুভেচ্ছা জানাল…’! বর্ষীয়ান চিত্র সাংবাদিকের হঠাৎ মৃত্যুতে পোস্ট ঋতুপর্ণা-সুদীপ্তাদের)
অন্য একজন লিখেছেন, ‘কিয়ারা এমন ভাবেই কথা বলেন, যাতে বোঝাই যায় না তিনি সত্যি বলছেন না কি মিথ্যে? তবে কিয়ারা একেবারেই বহিরাগত নন।’ প্রসঙ্গত, আগামী দিনে রামচরনের বিপরীতে ‘গেম চেঞ্জার’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে কিয়ারাকে, এছাড়া ‘ওয়ার টু’ সিনেমায় ঋত্বিক রোশনের বিপরীতে অভিনয় করবেন তিনি।