বেশ কয়েক বছর আগে আমি রবীন্দ্রনাথ নামক একটি ছবি এনে সাড়া ফেলেছিলেন পরিচালক বিশ্বজিৎ। ট্রোল, মিমের বন্যা বয়েছে সেই ছবি নিয়ে। এবার আবার আরও একটি নতুন ছবি আনছেন সেই পরিচালক। তাও কাকে নিয়ে, বাংলার অন্যতম সুপারস্টার দেবকে নিয়ে। হ্যাঁ, তাঁর আগামী ছবির নাম দেব। আর সেই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে সদ্যই সেটা দেখে হেসে কূলকিনারা পাচ্ছে না নেট নাগরিকরা।
আরও পড়ুন: মা হতে চলেছেন ক্যাটরিনা? লন্ডন ট্রিপের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হইচই! ব্যাপারটা কী?
আরও পড়ুন: প্রথমবার রান্নাঘরে ঢুকেই কেলেঙ্কারি বাঁধান ঋদ্ধিমা! গৌরব বললেন, 'পারলে একটা লাঠি দিয়ে...'
আমি দেবের ট্রেলার
ছবিতে এক ব্যক্তিকে দেব হিসেবে দেখা যাচ্ছে। জুনিয়র আর্টিস্ট থেকে হিরো, ঘাটাল কথা, জিতের বিষয় সবই উঠে এসেছে ট্রেলারে। কিন্তু ছবির নির্মাণ আর সংলাপ দেখে হেসে কুটোপুটি খাচ্ছেন সকলে। এর আগেও আমি রবীন্দ্রনাথ ছবির বেলাতেও ঘটেছে একই ঘটনা। তবে যতই ট্রোল হোক এই ট্রেলার প্রকাশ্যে আসার পরই সেটা নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন: 'কর বাড়িয়ে দিন', ভোট না দিলে শাস্তি দেওয়ার বিধান পরেশের, বললেন আর কী?
৬৯ হাজারের বেশি মানুষ এই ভিডিয়ো দেখেছেন। পেয়েছে কয়েক হাজার কমেন্ট এবং শেয়ার হয়েছে তারও বেশিবার। বহু মানুষ মন্তব্য করেছেন এই ভিডিয়োতে।
আরও পড়ুন: শিমুলের হয়ে সাক্ষ্য দিতে কোর্টে হাজির পরাগ, এবার কি শাস্তি হবে পলাশ - প্রতীক্ষার?
কে কী বলছেন?
এক ব্যক্তি কটাক্ষ করে লেখেন, 'জীবনে ঠিক এইটুকু কনফিডেন্স চাই আমার, এরকম একটা সিনেমা বানানোর জন্য যে কনফিডেন্স টা লাগে সেটা।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আমি শুভশ্রী কবে আসবে দাদা?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'তিনবার দেখলাম আরও দেখব। শিহরিত হবো। এভাবেই আজকের ঘুম ওড়াব আমি।' চতুর্থ জন লেখেন, 'হাসতে হাসতে মেঝেতে পড়ে গেছি। এখন সেখানে বসে গড়াগড়ি খাচ্ছি আর হাসছি।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'ঘুমাতে যাওয়ার ঠিক আগে এক বন্ধুর পোস্ট দেখে আমার ঘুম পিছিয়ে গেল। সমস্যাটা সেটা নয়। আমার বন্ধুদের এমন টিজার না পাঠিয়ে আমি ঘুমাতে যেতে পারলাম না। তাতে তাঁদেরও ঘুম পিছিয়ে গেল।'