২৫ নভেম্বর থেকে পথ চলা শুরু হয়েছে মিত্তির বাড়ি। জি বাংলার পর্দায় আবারও ফিরে এলেন আদৃত রায়। তবে এবার সৌমিতৃষার বদলে সঙ্গে আছেন পারিজাত চৌধুরী। তাঁদের জুটির সিরিয়ালের প্রথম পর্ব দেখে কী বলছে নেটপাড়া?
আরও পড়ুন: শোতে গিয়ে ইমন-সোমলতার সাক্ষাৎকার নেওয়া হলেও উপেক্ষিত থাকেন উজ্জয়িনী! প্রতিবাদে সরব লগ্নজিতা
মিত্তির বাড়ি দেখে কী প্রতিক্রিয়া দর্শকদের?
সদ্যই পথ চলা শুরু হয়েছে মিত্তির বাড়ি ধারাবাহিকের। তবে খুবই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই নতুন সিরিয়াল নিয়ে। কেউ কেউ প্রশংসা করেছেন যেমন কেউ কেউ আবার কটাক্ষ করেছেন। তবে অনেকেরই মতে এই মেগা নাকি আদতে মিঠাই ২!
এক ব্যক্তি এদিন লেখেন, 'শুরু থেকে শেষ অবধি মিঠাইয়ের কপি পেস্ট।' আরেক ব্যক্তি লেখেন, 'কেস দেবেন না। তবে এটা পুরোপুরি মিঠাই ২। কিন্তু মিঠাই যেভাবে ফোটাতে পারত এই নায়িকা পারছে না।' কেউ আবার লেখেন, 'বাবা রে বাবা কী ওভার অ্যাকটিং করে মেয়েটা। আর তেমনই খ্যারখ্যারে গলা।'
একজন নতুন সিরিয়ালের প্রশংসা করে লেখেন, 'জোনাকির সংলাপগুলো বেশ সুন্দর গল্পটা মনে হচ্ছে ইউনিক হবে। কমেডিও থাকবে।' দ্বিতীয় জন প্রশংসা করে লেখেন, 'আদৃত ফিরেছে। ও আছে যখন এই সিরিয়াল ভালোই হবে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'প্রথম পর্ব তো ভালোই লাগল। তারপর দেখা যাক।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'প্রথম পর্ব দারুণ লেগেছে আজ থেকে তো আরও জমে যাবে পুরো পরিবার দেখা যাবে সাথে হইহুল্লোড় তো আছেই দেখতে থাকুন মিত্তির বাড়ি সকলে।'
কী নিয়ে মিত্তির বাড়ি ধারাবাহিকের গল্প?
মিত্তির বাড়িতে দুলাল লাহিড়ী এবং তাঁর স্ত্রী অর্থাৎ অনুরাধা রায় থাকেন। তাঁদের সঙ্গে থাকেন তাঁদের আশ্রিতা জোনাকি। ওরফে পারিজাত। পারিজাত মিত্তির বাড়ির কালীপুজো পুরোনো, ভাঙা জিনিস দিয়ে পুজো সাজালে রাগ দেখান বৃদ্ধ। জন্য তাঁরা একা ছিলেন, একাই থাকেন। তখনই সেখানে সপরিবার আসে তাঁদের নাতি, আদৃত। সঙ্গে ছেলে মেয়ে, এবং অন্যান্য নাতিরা। দুলাল লাহিড়ীকে বাড়ি ছাড়ার কথা বলে ছেলে শঙ্কর চক্রবর্তী। যদিও বিরোধিতা করেন তাঁর স্ত্রী। এমন সময় বাবার বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাঁর ছেলে আদৃত। এবার কি তবে শিকড়ের টানে জুড়ে যাবে গোটা পরিবার? নাকি বিক্রি হবে মিত্তির বাড়ি? সেটা নিয়েই এগোবে সিরিয়ালের গল্প
আরও পড়ুন: 'ধ্বংসাত্মক হয়েও ইতিবাচক হওয়া যায়', কনসার্টে ভক্তদের বকা দিয়ে কেন এমন বললেন রূপম?
মিত্তির বাড়ি প্রসঙ্গে
মিত্তির বাড়ি ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রোজ দেখা যাবে। প্রতিদিন রাত ৯টা নাগাদ সম্প্রচারিত হবে এই সিরিয়াল। মুখ্য ভূমিকায় আছেন আদৃত রায় এবং পারিজাত চৌধুরী।