বাংলা নিউজ > বায়োস্কোপ > গরম দুধ ঢেলে চকোলেটের গণেশ মূর্তিকে গলিয়ে বিসর্জন, ফুড ব্লগারের কীর্তি নিয়ে ছিছি

গরম দুধ ঢেলে চকোলেটের গণেশ মূর্তিকে গলিয়ে বিসর্জন, ফুড ব্লগারের কীর্তি নিয়ে ছিছি

গরম দুধ ঢেলে চকোলেটের গণেশ মূর্তিকে গলিয়ে ফেলার চেষ্টা ফুড ব্লগারের।

ফুড ব্লগার চাহাত আনন্দ তাঁর গণেশ বিসর্জনের একটা ভিডিয়ো দিয়েছিলেন সোশ্যালে। যেখানে চকোলেটের গণেশকে গরম দুধ দিয়ে গলিয়ে ফেলার চেষ্টা করেছেন তিনি। যেটা তাঁর মতে ইকো-ফ্রেন্ডলি, সেটা জনগনের মনে ধর্মীয় ভাবাবেগে আঘাত। 

বর্তমানে ইকো ফ্রেন্ডলি পুজোর চল হয়েছে। যেখানে এমন জিনিস ব্যবহার করা হচ্ছে ঠাকুর তৈরিতে যা বাস্তুতন্ত্রে কোনও ক্ষতি করে না। এমনকী কোনও কোনও মাটির মূর্তিতে দেওয়া হয়েছে গাছের বীজ। যাতে পরে তা মাটির সঙ্গে মিশে গিয়ে সবুজায়নে সাহায্য করে। তবে গরম দুধ ঢেলে চকোলেটের গণেশকে গলিয়ে ফেলার চেষ্টা অবশ্যই চমকে দেওয়ার মতো।

ফুড ব্লগার চাহাত আনন্দ তাঁর গণেশ বিসর্জনের একটা ভিডিয়ো দিয়েছিলেন সোশ্যালে। যেখানে দেখা যাচ্ছে একটা বড় থালায় তিনি বসিয়েছেন চকোলেট দিয়ে তৈরি গণেশ মূর্তি। আর উপর থেকে ঢালছেন গরম দুধ। আর নিমেষে এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। উঠতে থাকে সমালোচনার ঝড়। যদিও চাহাতের দাবি ছিল এটাকে পরে প্রসাদ হিসেবে বিতরণ করা হবে তাতেও লোকের রাগ কমার নাম নিচ্ছে না।

একজন লিখেছেন, ‘ঠাকুরের পুজো নিয়েও এরা ভাইরাল হতে চায়। এরা চায় এমন চমক আনবে যে এদের সবাই চিনবে। কিন্তু একবার ভাবে না সমাজের বা মানুষের বিশ্বাসের যে ভাবাবেগ তাতে কতটা আঘাত পড়ছে।’ অপরজন লিখলেন, ‘গণেশকে আমরা নিজের সন্তানের মতো আদর করি। বিসর্জনে চোখের জল ফেলি। আর সেখানে গণেশের গায়ে গরম দুধ ঢালা হচ্ছে, এটা মানা যায় না।’

চাহাত নিজেও কিছু কমেন্টের উত্তর দিয়েছেন। মেনে নিয়েছেন গণেশের গায়ে গরম দুধ ঢালা তাঁর উচিত হয়নি। আসলে চাহাতের এভাবে ইকো-ফ্রেন্ডলি গণেশ পুজো কেউই মানতে পারেননি। মানুষ চাইছেন যেন প্রকাশ্যে ক্ষমা চান এই ফুড ব্লগার। এমনকী এফআইআর করার ডাকও এসেছে চাহাতের নামে।

 

বায়োস্কোপ খবর

Latest News

দীক্ষা দেওয়ার নামে ধর্ষণ করেছেন ‘ইউটিউবার বাবা’, পদক্ষেপ চেয়ে হাইকোর্টে তরুণী রান আউট বিতর্ক ভারতের ছন্দ নষ্ট করেছে, মত কিউয়ি অধিনায়কের আরজি করের পর জয়নগরের ঘটনায় মন ভারাক্রান্ত, পুজো উদ্বোধন করবেন না সুকান্ত মজুমদার ৬টা চার ও একটা ছক্কা, ১ রানের জন্য অর্ধশতরান মিস! নজর কাড়লেন বীরু পুত্র আর্যবীর নার্সের দিকে রড তুলে ছুটে গেল রোগীর স্বামী, তারপর...! ভয়ঙ্কর কাণ্ড হাসপাতালে উৎসবে নেই বলেও পুজোর মঞ্চে! লগ্নজিতা-সোহিনী সহ কারা ফিরলেন দুর্গাপুজোর উদযাপনে? এশিয়ার সেরা শহরের তালিকায় ৮ নম্বরে কলকাতা, পিছনে জয়পুর-মুম্বই জয়নগরে আরজি করের জুজু দেখছেন কুণাল? বাম-বিজেপির প্রতিবাদে খুঁজে পেলেন ‘চক্রান্ত’ Exit Polls LIVE: জম্মু ও কাশ্মীর, হরিয়ানার মসনদে কে? আসছে আভাস দুর্গাপুজোর মণ্ডপে অস্ত্র বিলি বিজেপি MLA-র, ‘ধর্মীয় চরমপন্থা’ তোপ দেবাংশুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.