গত বছর কল্যাণীতে ফসিলসের একটি শোয়ের পর রূপম ইসলামের আচরণ এবং ব্যবহার নিয়ে জোর বিতর্ক হয়েছিল। এবার সেদিনের ঘটনা নিয়ে কল্যাণীরই আরও একটি শোতে মুখ খুললেন। জানালেন তিনি কেন সেদিন ভক্তদের সঙ্গে ওরম আচরণ করেছিলেন।
আরও পড়ুন: লালন গীতির সঙ্গে কবীরের দোহা মিলেমিশে একাকার! শুভা মুদগলের কণ্ঠে 'স্পষ্ট বাংলা' শুনে অভিভূত নেটপাড়া
কী ঘটেছে?
এদিন দ্য কল্যাণী বাজ নামক একটি পেজের তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয় যেখানে রূপম ইসলামকে তাঁর শোয়ের মাঝে দর্শক, শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে শোনা যাচ্ছে। তিনি এদিন তাঁর শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, 'মনে রেখো, ওই ধোঁয়া যারা ওড়াচ্ছ তারা লজ্জিত হও। গত বছর কল্যাণীর বুকে একটা অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছিলাম আমি। কিন্তু তার কারণ কে সেটা আজ বলব। এই বঙ্গ সংস্কৃতি সম্মেলনের মাঠে ধোঁয়া যারা উড়িয়েছিল তারা।'
তিনি এদিন আরও বলেন, 'এই মাঠে যখন আমি পারফর্ম করব, যদি আর করি এখানে একজনও মাদক দ্রব্য সেবন করবে না। একজনও গাঁজা খাবে না। ঔষধি পরমাওষধি খাবে না। মদ্যপান করবে না। মুখে যদি গন্ধ পাওয়া যায় এই মাঠে তাকে ঢুকতে দেওয়া যাবে না।'
রূপম সাফ সাফ শ্রোতাদের জানান, 'যারা এই ধোঁয়া ওড়াচ্ছ, যে ধোঁয়ায় আমি আহত হই, আমার মস্তিষ্ক বিকৃত হয়, আমি অসুস্থ হয়ে পড়ি। সেই ধোঁয়াকে আমি আর আমার কাছে ঘেঁষতে দেব না।'
আরও পড়ুন: চূড়ান্ত ন্যাকামি! মিশমির জন্য নাকি সাধের চুল বলিদান দিয়ে দেবেন প্রিয়াংশু!
কে কী বলছেন?
রূপম এদিন এই কথা বলতেই অনেকেই গায়কের পুরনো ছবি পোস্ট করেছেন কমেন্ট বক্সে যেখানে তাঁকে এক হাতে মাইক ধরা, অন্য হাতে সিগারেট দেখা যাচ্ছে। কেউ আবার লেখেন, 'আপনি তবে খান না?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'হাতে সিগারেট নিয়ে স্টেজ প্রোগ্রাম করেছেন, এখন জ্ঞান দিচ্ছেন?' চতুর্থ ব্যক্তি লেখেন, 'আপনার কাজ পারফর্ম করা। কে কি করবে, আপনার পারমিশন নিয়ে আপনার গান শুনব নাকি। আর আপনি কি বিনা পয়সায় প্রোগ্রাম করছেন দাদা! এসব ব্যাপারগুলো যারা অনুষ্ঠান পরিচালনা করছে আর প্রশাসন বুঝবে।' কেউ কেউ অবশ্য গায়কের এই কথাগুলিকে ভীষণ ভাবে সমর্থন করেছেন। প্রশংসা করেছেন অকপটে বলার জন্য।