সড়ক ২-এর বেহাল দশা থেকে ইউটিউবে লাইক-ডিজলাইক অপশনটি প্রকাশ্যে রাখবার সাহস দেখিয়ে উঠতে পারেননি অক্ষয় কুমার, সেই পথেই হাঁটলেন বরুণ ধওয়ানও। শনিবার প্রকাশ্যে এল বরুণ-সারা জুটির কুলি নম্বর ১-এর ট্রেলার। এবং প্রত্যাশা মতোই ছবির ট্রেলার নিয়ে টুইটারে ব্যাপক পরিমাণে ট্রোলিং শুরু হয়ে গিয়েছে।
সুশান্ত ভক্তদের রোষের মুখে এখন গোটা বলিউড, তারপর এই ছবির নায়িকা সারা আলি খান। সুশান্তের মৃত্যুর পর তখনও প্রেম সম্পর্ক ঘটিত কারণে কখনও আবার মাদককাণ্ডে নাম জড়িয়ে যে সারার। তাই কুলি নম্বর ১-এর সফর সহজ হবে না তা অজানা নয় কারুরই। তবে টুইটারের বাসিন্দারা এদিন ওভার অ্যাক্টিংয়ের জন্য নিশানায় নিলেন বরুণ-সারাকে। গোবিন্দা-করিশ্মা ২৫ বছর আগে রুপোলি পর্দায় যে ম্যাজিক তৈরি করেছিলেন তার ধারে কাছেও যেতে পারেনি এই ছবির ট্রেলার, দাবি নেটিজেনদের একটা বড় অংশের। আজ দিনভর টুইটারে ট্রেন্ডিংয়ে গোবিন্দা।
ছোটবেলার স্মৃতি নিয়ে ছেলেখেলা না করবার আর্জি জানাতে দেখা গেল গোবিন্দা ভক্তদের। তাঁরা একেবারেই খুশি নয়, মর্ডান ডে কুলি নম্বর ১-এর ঝলক দেখে। যদিও ২৫ বছরে ছবির গল্পে কোনও বিশেষ পরিবর্তন এসেছে এমন ইঙ্গিত ট্রেলারে মেলেনি।
নেটিজেনদের একটা বড় অংশ খুশি না হলেও বলিউঢ কিন্তু উচ্ছ্বসিত এই ট্রেলারকে ঘিরে। করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রারা ব্যাপক প্রশংসা করেন এই ছবির ট্রেলারের।
করোনা আবহে ২৫ ডিসেম্বর,ক্রিসমাসে সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে ডেভিড ধওয়ান পরিচালিত এই ছবি।