বাংলা নিউজ > বায়োস্কোপ > Iti Memories: মৃত প্রেমিকার স্মৃতি আগলে কলকাতাকে চেনা, এক অন্য স্মৃতি ফিরছে 'ইতি মেমোরিজ'-এ

Iti Memories: মৃত প্রেমিকার স্মৃতি আগলে কলকাতাকে চেনা, এক অন্য স্মৃতি ফিরছে 'ইতি মেমোরিজ'-এ

আসছে ‘ইতি মেমোরিজ’

Iti Memories: সমদর্শী দত্তের পরিচালনায় আসছে ওয়েব সিরিজ ‘ইতি মেমোরিজ’। কথা ছিল মল্লারের এই কলকাতা ট্রিপে তার টুর গাইড হবে আহেরি। কিন্তু সে কথা আর রাখা হল না। প্রেমিকার মৃত্যুর পরের সেই স্মৃতি নিয়ে এক অন্য স্বাদের গল্প ফুটে উঠবে এই ওয়েব সিরিজে। ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে মুক্তি পাবে। 

এক প্রবাসী বাঙালির কলকাতার সঙ্গে পরিচয় হওয়ার গল্প। প্রেমিকার টানে যে ছুটে এসেছে বিদেশ থেকে। যেদিন মল্লারের বিমান কলকাতার মাটি স্পর্শ করেছে, সেদিনই এক নির্মম পথ দুর্ঘটনা মৃত্যু হয় তাঁর প্রেমিকার। এরপর? এই নতুন ওটিটি সিরিজের নাম ‘ইতি মেমোরিজ’। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে পোস্টার।

প্রবাসী বাঙালি মল্লার। তাঁর দীর্ঘ দিনের প্রেমিকা এবং বাগদত্তা আহেরি। আর আহেরির আবদার পূরণ করার জন্যই কলকাতাস আসা মল্লারের। কারণ দু সপ্তাহ পরেই তাঁদের বিয়ে। ভালোবাসার মানুষের ভালোবাসার শহরটিকে নিজের মতো করে চিনে নিতে চায় সে। কথা ছিল মল্লারের এই কলকাতা ট্রিপে তার ট্যুর গাইড হবে আহেরি। এই তিনশো বছরের প্রাচীন শহরের ইতিহাসের সঙ্গে মল্লারকে পরিচিত করে তুলবে সে।

আরও পড়ুন: 'ঐন্দ্রিলার কথা মাথায় ছিল না…’, বিতর্কিত পোস্টের পর মুখ খুললেন ঋত্বিক

মল্লারের বিমান কলকাতার মাটি স্পর্শ করার আগেই এক নির্মম পথ দুর্ঘটনায়ে মৃত্যু হয় আহেরির। আর তাতেই মানসিকভাবে ভেঙে পড়েন মল্লার। মজার ছলে বলা নিজের সেই প্রতিশ্রুতি আর রক্ষা করা হয় না আহেরির।

ইতি মেমোরিজ’-এর পোস্টার
ইতি মেমোরিজ’-এর পোস্টার
ইতি মেমোরিজ-এর চরিত্ররা
ইতি মেমোরিজ-এর চরিত্ররা

প্রেমিকার মৃত্যু পরই মল্লারের কলকাতা যাপনের আসল আরম্ভ, যে যাপন আসলে আহেরির দেখানো। আহেরির যাপনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। একাধিক ওঠা-পড়ার মধ্যে দিয়ে আরম্ভ হয় তার জীবনের এক নতুন জার্নি।

ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে সৌম্য মুখোপাধ্যায় ও তানিকা বসুকে। মল্লারের চরিত্রে অভিনয় করেছেন সৌম্য আর আহেরির চরিত্রে রয়েছেন তানিকা। এছাড়াও ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিজিৎ দত্ত, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দীপক হালদার, শাব্বির বেইগ, মিঠুন দেবনাথ ও কৌশিক শীলকে।

ওয়েব সিরিজের পরিচালনায় সমদর্শী দত্ত। প্রযোজনায় ফিল্মস এন্ড ফ্রেমস। সিরিজের সিনেমাটোগ্র্যাফি করেছেন সৌরভ বন্দ্যোপাধ্যায় ও দীপ্যমান ভট্টাচার্য। সঙ্গীয়ের দায়িত্বে শ্রাবণ ভট্টাচার্য। ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে মুক্তি পাবে ‘ইতি মেমোরিজ’।

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

আম্পায়ারদের সঙ্গে সেটিং থাকে, ঘরোয়া ক্রিকেটের কথা ফাঁস করলেন পাক তারকা ‘চোখ সারাই করুন..’, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেবকে খোঁচা অরিত্রর, হল প্রতিবাদ ২০২৪ সালের দুর্গাপুজোয় সন্ধিপুজো কখন থেকে শুরু? সোনু নিগমের সঙ্গে গান গাইছে নীল নিতিন মুকেশের ছোট্ট মেয়ে, নিজেই শুনুন গরুপাচারকাণ্ডে ধাক্কা ইডির, মলয় ঘটককে জেরা করতে হবে কলকাতাতেই, বলল সুপ্রিম কোর্ট ‘নিয়ম মেনে জল ছাড়া হয়েছে,’মমতার ম্যান-মেড উড়িয়ে দিলেন ঝাড়খণ্ডের বিরোধী দলনেতা সৌভাগ্য সাতটা ছয় হয়নি; যুবরাজের ছয়-ছক্কা হাঁকানোর স্মৃতি মনে করালেন ব্রড আরজি কর আবহে উত্তপ্ত কলকাতা, ঠিক তখনই কোথায় ছুটি কাটাচ্ছেন রাজনন্দিনী? Afghanistan বনাম South Africa ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'মণ্ডপের আকার যতই বড় হোক লাভ কী…', দুর্গাপুজো নিয়ে ঠিক কী বললেন লিলি চক্রবর্তী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.