সম্পর্কের জটিলতা, খুনের রহস্য নিয়ে গল্প বুনেছেন পরিচালক অনিমেশ বোস। ছবির নাম ‘তৃতীয়’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী, জয় সেনগুপ্ত, রজতাভ দত্ত, সম্পূর্ণা লাহিড়ি, বোধিসত্ব দত্ত প্রমুখ। ইতিমধ্যে ছবির শ্যুটিং শেষ।
সম্পর্কের জটিলতার উপর কেন্দ্র করে এগোবে ‘তৃতীয়’র গল্প। সম্পর্কে স্বামী-স্ত্রী সন্দীপন ও শর্মিলা। আচমকাই সহকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন সন্দীপন। এরপরই স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের ফাটল ধরা পড়ে। গল্পের মোড় নেয় একটা খুন। সেই খুনের রহস্য সমাধান নিয়ে এগিয়ে চলে ‘তৃতীয়’র গল্প।
আরও পড়ুন: দিওয়ারের সেই আইকনিক দৃশ্যটির কথা মনে আছে? তার আগে ১৫ ঘণ্টা ঘরবন্দি ছিলেন অমিতাভ
ছবিতে সন্দীপনের চরিত্রে অভিনয় করেছেন জয় সেনগুপ্ত। পেশায় এক বিজ্ঞপানী সংস্থার উচ্চপদে রয়েছেন তিনি। শর্মিলার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সুদিপ্তা চক্রবর্তী। একজন পুলিশ (ওসি) অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনেতা রজতাভ দত্তকে। নন্দিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি।
ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে পরিচালক অনিমেশ বোস জানিয়েছেন, ‘এটি একটি সম্পর্কের গল্প। যার প্রতিটি মোড়ে আছে টুইস্ট। সম্পর্ক, বিশ্বাসের মেলবন্ধন এই ছবি ‘তৃতীয়’।’ ব্লেসিংস মিডিয়ার ব্যানারে মুক্তি পাবে এই ছবি।