যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তর বিয়ে ভাঙার খবর নিয়ে চর্চা তুঙ্গে। এরই মাঝে নতুন খবর রটে গেল টলি পাড়ায়। তাঁদের বিয়ে ভাঙার নেপথ্য থাকা কারণ নিয়ে এবার নতুন তথ্য প্রকাশ্যে এল। কী জানা গেল?
আরও পড়ুন: কীভাবে RG Kar - র বিচার চেয়ে কলকাতার ৫২ টি স্কুলের প্রাক্তনীরা একত্রিত হল, জানালেন উদ্যোক্তা
যিশু নীলাঞ্জনার বিয়ে ভাঙার চর্চায় নতুন টুইস্ট
কিছু মাস আগে যখন জানা যায় যে যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তর সম্পর্কে চিড় ধরেছে, তাঁরা বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন। একই সঙ্গে জানা যায় অভিনেতা নাকি তাঁরই আপ্ত সহায়ক শিনালের সঙ্গে প্রেম করছেন। এমনকি তাঁরা নাকি লিভ ইন করছেন এমন কথাও রটে যায়। তবে বিবাহ বিচ্ছেদ থেকে সহবাসের গুঞ্জন কোনও কিছু নিয়েই এখনও অবধি মুখ খোলেননি যিশু। নীলাঞ্জনা যদিও কয়েকটি ইঙ্গিতবহ পোস্ট করেছেন। আর এর মধ্যে একটা বড় টুইস্ট সামনে এল।
সংবাদ প্রতিদিন তাঁদের একটি রিপোর্টে জানিয়েছে টলি পাড়ার নতুন গুঞ্জন যিশুর প্রেমিকা নাকি মা হতে চলেছেন। তবে অভিনেতার ঘনিষ্ট মহল দাবি করেছে এই তথ্য সম্পূর্ণ মিথ্যে। তবে নিজেদের সম্পর্কের টানাপোড়েন, দাম্পত্য কলহের জন্য তাঁদের বিবাহ বিচ্ছেদ আসন্ন। এবং সেটা হবেই। কিন্তু কবে সেটা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।
জানা গিয়েছে নীলাঞ্জনা নিজেই নাকি শিনালের সঙ্গে আলাপ করিয়েছিলেন যিশুর। আর বন্ধু হয়েই যে বন্ধুর ঘর ভাঙবে তিনি বোঝেননি। এই সময়টা যে বড্ড কঠিন কাটছে নীলাঞ্জনার সেটা বলার অপেক্ষা রাখে না। একদিকে বিশ বছরের সংসার ভাঙার যন্ত্রণা, আরেকদিকে মায়ের মৃত্যু, তার উপর নিজেও কদিন আগেই হাসপাতাল থেকে ফিরলেন।
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের পাশে যাদবপুর, খাবার থেকে ফ্যান জলের দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালেন আর কারা?
আরও পড়ুন: 'বাঙালি হিসেবে মাথা তুলে...' ভাঙা হাত নিয়েই আরজি করের নির্যাতিতার খুনের বিচার চেয়ে পথে নামলেন মিঠুন!
যিশুর আগামী কাজ
যিশু সেনগুপ্তকে আগামীতে দেবের সঙ্গে খাদান ছবিতে দেখা যাবে। বড়দিনের ছুটিতে আসবে এই ছবি।