বিয়ের চার মাস কাটতে না কাটতেই মা হয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ‘ভানুমতীর খেল’ খ্যাত অভিনেত্রীর কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্র সন্তান। গত ২৬শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিনই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ৫ দিন পর, শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করে নেন রূপসা। আরও পড়ুন-‘হেমন্তর গানের গুষ্টির তুষ্টি’! নম্বর কাটলেন ইমন, আরাত্রিকাকে ফুল মার্কস দিয়ে বিতর্কে কৌশিকী, ব্যাপারটা কী?
গত অক্টোবরে সায়নদীপের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন অভিনেত্রী। বিয়ের মাস ঘুরতেই মাতৃত্বের সুখবর প্রকাশ্যে আনেন। সেই নিয়ে কম কটাক্ষ-বিদ্রুপের মুখে পড়তে হয়নি রূপসাকে। যদিও অন্তঃসত্ত্বা রূপসা কোনওরকম নেতিবাচক ভাবনায় কান দেননি। স্পষ্ট বলেছেন, ‘আমি কোনও ভুল করিনি’। সামাজিক বিয়ের আগেই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন দুজনে। বিয়ের প্রস্তুতির মাঝেই প্রেগন্যান্সির সুখবর জানতে পারেন নায়িকা।
মা হওয়ার পর হিন্দুস্তান টাইমস বাংলাকে নায়িকা বললেন, ‘দারুণ অনুভূতি। অন্যরকম একটা ফিলিং, এটা কাউকে বলে বোঝাতে পারব না। এতদিন পেটের মধ্যে যে পা দুটো আমাকে লাথি মারছিল সেটা এখন সামনে দেখতে পাচ্ছি। সায়নও খুব খুশি, খুব উত্তেজিত।’
ইতিমধ্যেই হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন রূপসা। জুনিয়র সায়নকে নিয়ে এখন ব্যস্ত গোটা পরিবার। এখনও ছেলের নাম প্রকাশ্যে আনেননি রূপসা। তবে তাঁর প্রথম ঝলক ভাগ করে নিয়েছেন। খুদের পুচকি হাতে চুমু খাওয়ার মিষ্টি ছবি দিয়ে রূপসা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ছেলে হয়েছে….’।
রূপসাকে অভিনন্দন বার্তায় মুড়ে দিয়েছে তাঁর টেলিপাড়ার বান্ধবীরা। মিশমি, অনন্যা, অদ্রিজারা শুভেচ্ছা জানিয়েছেন নতুন মা-কে। জীবনের এই নতুন অধ্যায়কে প্রতিদিনই নতুন কিছু শিখছেন রূপসা। বললেন, 'ঘুম পাড়ানো, দুধ খাওয়ানো, পটি পরিষ্কার করা সব কিছুই নিজে হাতে করছি। সারা দিনের এটাই এখন রুটিন আমার।’ সায়ন সারাদিন সব ভুলে শুধু ছেলের দিকে তাকিয়ে রয়েছে!
দিন কয়েক আগে সাধের একটি ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ার চক্ষূশূল হয়েছিল রূপসার পরিবার। সেখানে দেখা গিয়েছিল, ছেলে হবে না মেয়ে, সেই নিয়ে ভোটদান পর্বে মেতেছে পরিবার। পাল্লা ভারী ছিল পুত্র সন্তানের দিকে। তারপরই কটাক্ষ ধেয়ে আসে রূপসা ও তাঁর পরিবারের দিকে। ছেলে-মেয়ে যেই হোক সুস্থ সন্তানই কাম্য, মত ছিল নেটপাড়ার।
ছেলের নাম ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন রূপসা-সায়ন, তবে তা প্রকাশ্যে আনতে না-রাজ। নামকরণ অনুষ্ঠানের পর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেবেন খুদের নাম।