বাংলা নিউজ > বায়োস্কোপ > বাড়িতে ঘুমোচ্ছে ছেলে! সেই ফাঁকে করোনার টিকা নিলেন নতুন ‘মাম্মা’ শ্রেয়া ঘোষাল

বাড়িতে ঘুমোচ্ছে ছেলে! সেই ফাঁকে করোনার টিকা নিলেন নতুন ‘মাম্মা’ শ্রেয়া ঘোষাল

শ্রেয়া ঘোযাল। 

করোনা টিকার প্রথম ডোজ নিলেন শ্রেয়া। আর সে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে করোনার টিকা নেওয়ার অনুপ্রেরণা দিলেন।

মে মাসে শ্রেয়ার ঘরে এসেছে ছোট্ট রাজপুত্র। আর সন্তানের জন্ম দেওয়ার ১ মাসের মাথায় করোনার টিকা নিলেন শ্রেয়া। সোশ্যাল মিডিয়ায় নিজের করোনা টিকা নেওয়ার ভিডিয়ো শেয়ার করে শ্রেয়া জানালেন, ‘নতুন মায়েদের জন্য করোনার টিকা নিরাপদ’। শুধু তাই নয়, সঙ্গে সকলকে অনুরোধ জানালেন যত দ্রুত সম্ভব করোনার টিকা নেওয়ার।

সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেন শ্রেয়া। যাতে দেখা যাচ্ছে ঢিলেঢালা ডার্ক পিচ লং ড্রেসে ভ্যাকসিন নিতে পৌঁছে গিয়েছেন শ্রেয়া। গলায় স্কার্ফ ও মুখে মাস্ক। আর সবার মতো, তিনিও ক্যামেরাবন্দি করেছেন টিকা নেওয়ার সেই মুহূর্তটা। আর সেটাই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে শ্রেয়া লিখলেন, ‘দেবয়ান যখন বাড়িতে ঘুমোচ্ছিল নিশ্চিন্তে তখন আমি চলে এসেছি করোনার টিকার প্রথম ডোজ নিতে। আমার চিকিৎসক জানিয়েছে নতুন মায়েরা, যারা বাচ্চাকে স্তন্যপান করান, তাঁদের জন্যও করোনার টিকা একেবারে নিরাপদ।’ ভাবছেন কোন ভ্যাকসিনটা শ্রেয়া নিয়েছ? নিজের পোস্টে তা-ও উল্লেখ করেছেন গায়িকা। কোভিশিল্ড নিয়েছেন তিনি ও তাঁর স্বামী শিলাদিত্য।

২২ মে শ্রেয়া এবং তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের জানিয়েছিলেন তাঁদের ঘরে নতুন সদস্য আসার সুখবর। আর সন্তানের জন্মের ঠিক ১২ দিনের মাথায় তাঁর নাম ও ছবি প্রকাশ্যে আনেন শ্রেয়া। নিমেষে নেট-নাগরিকরা ভালোবাসায় ভরিয়ে দেন খুদেকে। আপাতত সারাদিন ছেলেকে নিয়েই সময় কাটে তাঁর। কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে সন্তানের সন্মের ১ মাসের মাথায় করোনার টিকা নিলেন তিনি। 

সম্প্রতি, ল্যাকটেটিং মাদার বা স্তন্যপান করাচ্ছেন যে সব মায়েরা, তারা নিশ্চিন্তে করোনার টিকা নিতে পারবেন এমন নির্দেশিকা জারি করা হয়েছে৷ তারপর থেকে অধিকাংশ মায়েরাই ভ্যাকসিন নেওয়ার প্রতি আগ্রহ দেখাচ্ছেন৷ এর ফলে যেমন তাদের করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটা কমছে, তেমনই শিশুরাও সুস্থ থাকছে৷

বন্ধ করুন