বাংলা নিউজ > বায়োস্কোপ > Freddy New Poster Out: আর রাখঢাক নয়, 'ফ্রেডি' কার্তিকের অবসেশন এবার প্রকাশ্যে এলেন, দেখুন পোস্টার

Freddy New Poster Out: আর রাখঢাক নয়, 'ফ্রেডি' কার্তিকের অবসেশন এবার প্রকাশ্যে এলেন, দেখুন পোস্টার

ফ্রেডি ছবির নতুন পোস্টার

Freddy New Poster: ফ্রেডি ছবির নতুন পোস্টার প্রকাশ্যে এল। সাদা কালোয় রহস্যময়তার ছাপ, ফ্রেডি পরিচয় করাল কার সঙ্গে?

কার্তিক আরিয়ান এবং আলায়া এফ অভিনীত ছবি  ‘ফ্রেডি’ মুক্তি পেতে চলেছে শীঘ্রই। ইতিমধ্যেই এই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে। কিন্তু সেখানে দেখা যায়নি অভিনেত্রীকে। এমনকি কিছুদিন আগেই এই ছবির প্রথম গান কালা জাদুর টিজার লঞ্চ করেছে। সেখানেও নেই অভিনেত্রী। ব্যাপারটা কি? ‘ফ্রেডি’ কার্তিক কি তবে তাঁর প্রেমিকার সঙ্গে কারও আলাপ করাতে চান না? না না। বিষয়টা আসলে তেমন নয়। আসলে ফ্রেডির কায়নাজের প্রতি অবসেশন একটু বেশি! কিন্তু তাই বলে তো নায়িকাকে আড়াল করে রাখতে পারেন না, তাই তিনি আর দর্শকদের অপেক্ষা করালেন না। প্রকাশ্যে আনলেন তাঁর অবসেশনকে।

মুক্তি পেল কার্তিক আরিয়ান অভিনীত ফ্রেডি'র নতুন অফিসিয়াল পোস্টার। এই ছবির প্রথম পোস্টার সকলেরই বেশ নজর কেড়েছিল। বেড়ে গিয়েছিল ছবি নিয়ে আগ্রহ। এবার এই দ্বিতীয় পোস্টার এসে সেই উন্মাদনা যেন আরও একটু বাড়িয়ে দিল। আইএমডিবির যে মোস্ট অ্যান্টিসিপেটেড শো অ্যান্ড মুভিজের তালিকা আছে, সেখানে কিন্তু এই ছবি জায়গা করে নিয়েছে। শুধু জায়গা করেনি, একেবারে শীর্ষস্থান দখল করে রয়েছে।

প্রথম আনুষ্ঠানিক পোস্টার বা কালা জাদু গানের টিজারে কোথাও এই ছবির অভিনেত্রীকে দেখা না গেলেও দ্বিতীয় পোস্টারে তাঁর দেখা মিলল। ফ্রেডি আলাপ করালেন কায়নাজের সঙ্গে। কায়নাজ ওরফে আলায়া এফের এক ঝলক দেখা গেল এই সাদা কালো পোস্টারে। এই ছবিতে তিনিই কার্তিকের অবসেশন।

ফ্রেডি ছবির এই পোস্টারে যেমন রোমান্টিকতার ছোঁয়া আছে, তেমনই রয়েছে রহস্যের আভাস। সাদা কালো ছবির পরতে পরতে যেন কোনও অজানা রহস্য লুকিয়ে আছে। এই ছবিতেও কার্তিকের হাতের গ্লাভসে রক্ত লেগে থাকতে গিয়েছে। কার্তিক তাঁর অবসেশনের জন্য কী কী করতে পারে, কতদূর যেতে পারে সেটা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন।

বলিউডের হার্টথ্রব তথা বর্তমানের অন্যতম ব্যস্ত অভিনেতা কার্তিক আরিয়ানের এই ছবি আগামী মাসের ২ তারিখ ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে। কার্তিকের হাতে এখন একটার পর একটা হিট ছবি রয়েছে। তিনিই বলিউডকে এই বছরের প্রথম ব্লকব্লাস্টার হিট এনে দিয়েছেন। আলায়াও তাঁর অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন জওয়ানি জানেমন ছবিতে।

কার্তিককে আগামী দিনে শেহজাদা ছবিতে দেখা যাবে। এছাড়াও তাঁর হাতে রয়েছে আশিকি ৩, ক্যাপ্টেন ইন্ডিয়া, ইত্যাদি ছবির কাজ। কবীর খানের আগামী ছবিতেও থাকবেন 'ফ্রেডি' কার্তিক। তবে ছবির নাম কী হবে সেটা এখনও জানা যায়নি।

বন্ধ করুন