বাংলা নিউজ > বায়োস্কোপ > VIdeo: ‘বাচ্চা কবে হবে’ প্রশ্ন শুনে খড়কুটো-য় গুনগুন দেখিয়ে দিল বাবিনকে, ‘ওই ও জানে’!

VIdeo: ‘বাচ্চা কবে হবে’ প্রশ্ন শুনে খড়কুটো-য় গুনগুন দেখিয়ে দিল বাবিনকে, ‘ওই ও জানে’!

সৌজন্য ও গুনগুন। 

খড়কুটোয় এবার কী টুইস্ট থাকছে? জলদি দেখে নিন ভিডিয়ো

বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’। সৌজন্য ওরফে বাবিন আর গুনগুনের দ্বিতীয়বার বিয়ের পর বেশ খুশির হাওয়া গোটা বাড়িতে। চেলিভিশনের দুই জনপ্রিয় জুটির ভালোবাসা-মাখা দৃশ্য মন ছুঁয়ে যাচ্ছে দর্শকের। আর তাই তো, সন্ধে ৭.৩০ বাজলেই বাঙালি বসে যাচ্ছে টিভির সামনে ‘খড়কুটো’ চালিয়ে।

আপাতত ‘অতিথি দেব ভবঃ’ এপিসোডে মিষ্টির সাধের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত গোটা পরিবার। সবাই হবু মা-কে আশীর্বাদ করছে, নতুন অতিথির মঙ্গলকামনাও চলছে। তার মাঝেই গুনগুন এসে জানায়, সেও বেশ কিছু অতিথিকে নিমন্ত্রণ করেছে। আর তারপরেই সিনে এন্ট্রি কিছু তৃতীয় লিঙ্গের মানুষের। যাঁরা দু'হাত তুলে আশীর্বাদ করে মিষ্টিকে। আর তারপর সদ্য বিবাহিত গুনগুনকে জিজ্ঞেস করে, ‘এই যো তোমার কবে হবে মা’। আর বাড়ির সকলের সামনেই বাবিনের দিকে আঙুল তুলে দেখিয়ে দিয়ে গুনগুনের উত্তর, ‘ও জানে’। হাসিতে একপ্রকার লুটিয়ে পড়ে গোটা বাড়ি।

সাধাসিধে স্বভাব ও বেলাগাম মন্তব্যের কারণেই গুনগুনের এত জনপ্রিয়তা। কখনও কখনও তাঁর বেফাঁস কথা শুনে মুখ বন্ধ হয়ে যায় গোটা বাড়ির। কিন্তু সে সকলের নয়নের মণি। যে বাবিন একসময় গুনগুনের এসব পাগলামো একদম বরদাস্ত করতে পারত না, সেও এখন গুনগুন অন্ত প্রাণ! 

যদিও নেট দুনিয়ায় ‘ন্যাকা ন্যাকা’ কথার জন্য সমালোচিত হতে হয় গুনগুন আর্থাৎ তৃণা সাহাকে। ‘এত বড় একটা মেয়ে বাচ্চা কীভাবে হয় জানে না’, ‘এরকম কখনও হয় নাকি’, ‘কারা লেখে এসব ডায়ালগ’-এর মতো কমেন্ট পড়ে ভিডিয়ো প্রোমোতে। যদিও ততক্ষণাৎ আসরে নেমে পড়েন গুনগুন-ভক্তরা। প্রিয় অভিনেত্রী তথা প্রিয় চরিত্রের নামে কোনও রকম খারাপ মন্তব্য শুনতে তাঁরা যে একেবারেই রাজি নন!

বন্ধ করুন