বাংলা নিউজ > বায়োস্কোপ > Meyebela New Promo: মৌ-ডোডোর ফুলশয্যায় ভিলেন নায়কের মা! বড় টুইস্ট নিয়ে এল মেয়েবেলার নয়া প্রোমো

Meyebela New Promo: মৌ-ডোডোর ফুলশয্যায় ভিলেন নায়কের মা! বড় টুইস্ট নিয়ে এল মেয়েবেলার নয়া প্রোমো

বিয়ের পর মৌ-ডোডোর ফুলশয্যায় বাঁধা

Meyebela New Promo: বিয়ের পর ফুলশয্যার রাতেও গোল বাঁধতে চলেছে। মৌ-ডোডোর বিয়েতে যেন গন্ডগোল থামার নামই নিচ্ছে না। নতুন করে কে আবার বাঁধা সৃষ্টি করল তাদের বিয়েতে? দেখুন কী জানা যাচ্ছে নতুন প্রোমো ভিডিয়ো থেকে।

ধারাবাহিক আসা যাওয়ার খেলায় একদম নতুন এক ভাবনা নিয়ে মাত্র কিছুদিন আগে স্টার জলসায় এসেছে একটি নতুন সিরিয়াল, নাম মেয়েবেলা। এক সংসারে থাকা সমস্ত মেয়েদের মধ্যে সমীকরণ কেমন হয়, তাঁরা কি একে অন্যের বন্ধু হয় নাকি শত্রু, পছন্দ করে নাকি অপছন্দ, তবুও কী করে থাকে সঙ্গে এই সমস্ত কিছুকে তুলে ধরতেই এই ধারাবাহিক আনা হয়েছে। আর সেখানেই এখন একটার পর একটা টুইস্ট এসে যাচ্ছে।

বর্তমানে নানা ঝামেলা, অশান্তির মধ্যেও মৌ আর ডোডোর বিয়েটা হয়ে যেতে দেখা যায়। যদিও ডোডোর মা এবং তার প্রেমিকা চাঁদনি সমস্যা তৈরি করার চেষ্টা করেছিল বিস্তর, কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা হয়। কিন্তু হলে কি হবে! বিয়ের রাত থেকেই দুজনের মধ্যে গন্ডগোল বেঁধেছে। ডোডো ধরেই নিয়েছে মৌ অতি সাধারণ মেয়ে। সে বুঝি অন্যান্য আর চার পাঁচটা মেয়ের মতোই নিজের স্বার্থ, সুবিধার কথা ভেবেই এই বিয়ে করেছে। কিন্তু আদতে সেটা তো নয়। সেটা যদিও ডোডো বুঝছে না। তাই সে মৌয়ের সঙ্গে অকারণ খারাপ ব্যবহার করছে। আর তার এই ব্যবহারে সকলেই বেশ কষ্ট পেয়েছে। কারণ দর্শকরা অনুমান করেছিল যে সে তার মায়ের হাত থেকে মৌকে বাঁচাবে। কিন্তু সেটা যে বাস্তবে হল না, বা হওয়ার সম্ভাবনা নেই, সেটা আপাতত বেশ বোঝা যাচ্ছে। অন্যদিকে বীথি, অর্থাৎ ডোডোর মাও সুযোগ বুঝে ওদের দুজনের সম্পর্ক খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে। খালি নতুন নতুন ফন্দি এঁটে চলেছে। এগুলো তো এখন ধারাবাহিকেই দেখা যাচ্ছে তাহলে নতুন কী ভাবছেন? এই ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে যা দর্শকদের আরও চমকে দিয়েছে।

মেয়েবেলা ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে মিত্র পরিবার ওদের ফুলশয্যার আয়োজন করেছে। কিন্তু একি! ডোডো বলে সে বিছানার নয়, বাইরের সোফায় শোবে! এবার? মৌ পরিস্থিতি সামাল দিতে বলে তাদের মধ্যে যা কথা হয়েছে, সম্পর্কের যাই সমীকরণ হোক না কেন সেট যেন তাদের মধ্যেই থাকে। বাইরে না যায়।

তখন মৌয়ের কথা মেনে নেয় ডোডো। এবং ঠিক করে তারা এক ঘরেই থাকবে। এরপর সে মৌকে বলে উল্টো দিকে মুখ করে ঘুমাতে। এমন সময়ই দরজার কড়া নড়ে ওঠে। তার বাবা তাকে ডেকে বলে, শীঘ্রই আয়, তোর মা কেমন করছে। ফলে তাদের ফুলশয্যার যতই আয়োজন করা হোক সেটা যে বীথির কারসাজিতে মাটি হতে চলেছে সেটা বেশ স্পষ্ট। এখন এটাই দেখার আগামীতে কী হয়!

বর্তমানে টিআরপির খেলায় সেরা ১০ -এ আছে এই ধারাবাহিক। স্টার জলসায় রোজ সন্ধ্যা ৭.৩০ টা থেকে দেখা যায় মৌ ডোডোর গল্প।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.