বাংলা নিউজ > বায়োস্কোপ > মেঘলা দিনের সঙ্গী হবে নতুন গান, আসছে 'আয় বৃষ্টি ঝেঁপে'

মেঘলা দিনের সঙ্গী হবে নতুন গান, আসছে 'আয় বৃষ্টি ঝেঁপে'

আসছে নতুন গান।

অর্ণবের কথায়, ব্যস্ত জীবনের মাঝেই কাল্পনিক ভাবনা দিয়ে সাজানো হয়েছে এই স্বতন্ত্র গানটি। আর কিছু দিনের মধ্যেই প্রকাশ পাবে 'আয় বৃষ্টি ঝেঁপে।'

আপনি কি বৃষ্টি ভালোবাসেন? আকাশে মেঘ জমলেই আনমনা হয়ে যান? কল্পনার ছবি আঁকেন? যদি এই প্রশ্নগুলির উত্তর ইতিবাচক হয়, তবে খুব শীঘ্রই মনকেমনের সঙ্গী পেতে চলেছেন আপনি।

নতুন গান নিয়ে আসছেন অর্ণব দত্ত। নাম 'আয় বৃষ্টি ঝেঁপে'।

অর্ণবের কথায়, ব্যস্ত জীবনের মাঝেই কাল্পনিক ভাবনা দিয়ে সাজানো হয়েছে এই স্বতন্ত্র গানটি। আর কিছু দিনের মধ্যেই প্রকাশ পাবে 'আয় বৃষ্টি ঝেঁপে।'

এই গানের কথা লিখেছেন বাংলাদেশের বিশিষ্ট গীতিকার আরিফুর রহমান রানা। গানটি দৃশ্যায়িত হয়েছে শান্ত আলাম বর্ষার উপর। এ ছাড়াও গানটির সঙ্গে জড়িত রয়েছেন ঋষভ, মানস বড়ঠাকুর, পঙ্কজ বোরা এবং পবিত্র জানার মতো শিল্পীরা।

আপাতত মুক্তির অপেক্ষায় 'আয় বৃষ্টি ঝেঁপে'। মেঘলা দিনের সঙ্গী হতে পারে এই গান।

বন্ধ করুন