টলি পাড়ায় জোর গুঞ্জন, অভিনেত্রী নুসরত জাহান এবং ব্যবসায়ী নিখিল জৈনের ব্যক্তিগত সম্পর্ক টালমাটাল। যদিও এসব নিয়ে মুখ খুলতে নারাজ তারকা দম্পতি। নিজেদের ব্যক্তিগত জীবন এবং কাজ নিয়ে ব্যস্ত দুজনে।
নেটিজেনদের একাংশের দাবি ‘SOS কলকাতা'র শ্যুটিং চলাকালীনই যশ-নুসরতের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। যদিও সবটাই জল্পনা বলে উড়িয়ে দিয়ে দম্পতির ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে নারাজ অভিনেতা যশ দাশগুপ্ত। বর্তমানে এখন এক ছাদের তলায় থাকছেন না নুসরত-নিখিল। কারণটাও তাঁরা ব্যক্তিগতই রেখেছেন।
অন্যদিকে, নেটিজেনদের মধ্যে ফের গুঞ্জন। নিখিল-নুসরতের দূরত্বে, নিখিলের জীবনে প্রবেশ করছেন অন্য এক বাঙালি অভিনেত্রী। তাঁর সঙ্গেই সামাজিক মাধ্যমে নিখিলের বেজায় বন্ধুত্ব নজর এড়ায়নি নেটিজেনদের। হিন্দি বিনোদন জগতের অভিনেত্রী ত্রিধা চৌধুরি। নিখিলের সম্প্রতি পোস্টে ত্রিধার কমেন্ট দেখে নেটিজেনদের মধ্যে ফের জল্পনা উস্কেছে।
নিখিল-ত্রিধার বন্ধুত্ব নিয়ে নানা প্রশ্ন তুলছেন নেট নাগরিকরা। নুসরতের সঙ্গে দূরত্ব বাড়তেই কি ত্রিধার সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠল নিখিলের। প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।